আমেরিকার চাওয়ার সঙ্গে বিএনপির কর্মকাণ্ডের কোনো সাদৃশ্য নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এক দফা দাবিতে আন্দোলনের নামে বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা জ্বালাও-পোড়াও কর্মসূচি চায় না। তারা সন্ত্রাসী তৎপরতাকে সমর্থন দেয় না। ফলে বিএনপি থেকে তারা গণতান্ত্রিক মনোভাব পায়নি। এসব কারণে আমেরিকা বিএনপির প্রতি সন্তুষ্ট না।
বহির্বিশ্বের নয়, আমরা নিজেদের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার চাপে আছি। এটা আমরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি। বহির্বিশ্ব এতে সহযোগিতা করছে, তারা চায় একটি সুষ্ঠু নির্বাচন।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের মনোভাবের কোনো তফাত নেই।
তারা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগও চায় এমন নির্বাচনের পরিবেশ তৈরি করতে। আমরা এই নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে, তাদের রায় চাই। আমরা চাই সবাই নির্বাচনকেন্দ্রে যাবে এবং নির্বিঘ্নে ভোট দেবে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন