মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে থানায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ওসি আলী মাহমুদ কুলাউড়ার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। এ ছাড়া থানা দালালমুক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবাগত ওসি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনসহ কুলাউড়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ সময় নবাগত ওসির সঙ্গে ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আমির উদ্দিন ও আলাউদ্দিন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন