রোহিতকে সরিয়ে হার্দিককে বেছে নিল মুম্বাই

রোহিত শর্মার অধিনায়কত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচ বার শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। সেই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিল ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের আগামী মৌসুমে মুম্বাইয়ের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডে।  রোহিতকে সরিয়ে এই পেস বোলিং অলরাউন্ডারকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছে মুকেশ অম্বানীর দল।

 

শুক্রবার রোহিতকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে, ‘এটাই মুম্বাইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। শচীন টেন্ডুলকার থেকে হরভজন সিংহ হয়ে রিকি পন্টিং- বার বার মুম্বাইকে সেরা ক্রিকেটারেরা নেতৃত্ব দিয়েছেন। রোহিতও সেটাই করেছেন।

মুম্বাই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এ বার সময় হয়েছে হার্দিকের।’

 

রোহিতের নেতৃত্বে আইপিএলের অন্যতম সেরা দলের তকমা পেয়েছে মুম্বাই।

সবার আগে পাঁচ বার ট্রফি জিতেছে তারা। সেই কারণে রোহিতের প্রশংসা করেছেন জয়বর্ধনে। তাঁর বিশ্বাস, আগামী দিনে হার্দিকও সেটাই করবেন। জয়বর্ধনে বলেন, ‘হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। ওর অভিজ্ঞতা কম নয়।

আমি নিশ্চিত ওর অধীনে মুম্বাই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।’

 

বৃহস্পতিবার নীতীশ রানার বদলে শ্রেয়াস আয়ারকে অধিনায়ক করেছিল কলকাতা নাইট রাইডার্স। তার ২৪ ঘণ্টার মধ্যে এ বার নতুন অধিনায়ক ঘোষণা করে দিল মুম্বাই। রোহিতের অধীনেই আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল হার্দিকের। মুম্বাইয়েই উত্থান হয়েছিল তাঁর। সেখান থেকেই জাতীয় দলে সুযোগ। যদিও গত দু’বছর মুম্বাইয়ের হয়ে খেলেননি তিনি। চলে গিয়েছিলেন গুজরাট টাইটান্সে। সেই দলের অধিনায়ক হিসাবে আইপিএলও জিতেছেন হার্দিক। এ বার নাটকীয় ভাবে তাঁকে কিনেছে মুম্বাই। তখনই জল্পনা শুরু হয়েছিল। সেটাই সত্যিও হল। পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ককে সরিয়ে হার্দিককে দেওয়া হল মুম্বাইয়ের দায়িত্ব।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন