নতুন মৌসুমের আগে এশিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করতে আসছে ইন্টার মায়ামি। এশিয়ার দেশ হংকংয়ে খেলবে ম্যাচ। আগামী ৪ ফেব্রুয়ারি হংকং একাদশের সঙ্গে একটি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। কিন্তু এই ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে এক ঘণ্টার মধ্যে।
যে স্টেডিয়ামে ম্যাচটি হবে সেটির ধারণক্ষমতা ৪০ হাজার। কিন্তু অবাক করার বিষয়, মাত্র ৬০ মিনিটেই শেষ হয়ে গেছে সব টিকিট। এই ম্যাচের টিকিটের জন্য প্রায় ২০ লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছে।
এছাড়া প্রায় ৭৫ লাখ মানুষ টিকিট বিক্রির অ্যাপসে টিকিট কেনার জন্য চেষ্টা চালিয়েছে।
টিকিটের মূল্য ১১০ ডলার থেকে শুরু করে ৬২৫ ডলার পর্যন্ত। এই ম্যাচ আয়োজন করছে যে প্রতিষ্ঠান ট্যাটলার এশিয়ার সিইও জানিয়েছেন,'সমর্থকদের এই আগ্রহ দেখে আমরা রোমাঞ্চিত।'
সবশেষ ২০১৪ সালে হংকংয়ে ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি। মেসির সঙ্গে মায়ামির এই ক্যাম্পে থাকছেন জর্দি আলবা ও সের্হিয়ো বুসকেৎসও।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন