ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির বাঁধা সরিয়ে ১ ঘণ্টা ১০ মিনিট দেরিতে শুরু হচ্ছে খেলা। ৪ ওভার করে কমে এসেছে প্রথম ওয়ানডে। ৪৬ ওভারের ম্যাচ হবে।
তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, শরিফুল ইসলামের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশে ফিরেছেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। ছুটি কাটিয়ে ফেরা লিটন দাস ও দলে ফেরা আফিফ হোসেনও আছেন একাদশে।
নিউজিল্যান্ড দলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার জশ ক্লার্কসন ও পেসার উইলিয়াম ও’রুর্কের।
বাংলাদেশ একাদশঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশঃ
উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রুর্ক।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন