শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ল ম্যানচেস্টার সিটির

শুরু থেকেই আক্রমণে আধিপত্য করল ম্যানচেস্টার সিটি। তাতে প্রথমার্ধেই মিলল জালের দেখা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পেপ গার্দিওলার দল। শেষ দিকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে ক্রিস্টাল প্যালেস।

প্রতিপক্ষের মাঠে সেটা পেরেছেও। দুই গোলে পিছিয়ে পড়ে দুই গোল পরিশোধ করে সিটিকে জিততে দেয়নি প্যালেস। ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।

 

এতে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে নেমে গেছে চ্যাম্পিয়নরা।

এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। রবিবার ব্রাইটনের বিপক্ষে খেলবে গানাররা। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। একই দিন অলরেডদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।

 

ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে প্যালেসকে তেমন সুযোগ দেয়নি সিটি। ২৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন জ্যাক গ্রিয়েলিশ। ফিল ফোডেনের বাড়ানো পাস ধরে অনায়াসে জালে পাঠান ইংলিশ এই ফরোয়ার্ড। মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ায় সিটি। গোল করেন রিকো লুইস।

দুই গোলে পিছিয়ে পরে ঘুরে দাঁড়াতে মরিয়া হয় প্যালেস। ৭৬ মিনিটে জন ফিলিপের গোল আশা বাঁচিয়ে রাখে। আর যোগ করা সময়ে পেনাল্টি পায় প্যালেস। সফল স্পট কিকে ম্যানচেস্টার সিটির থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনেন প্যালেসের ফরোয়ার্ড মাইকেল ওলিস।

 

অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কোল পালমারের গোল এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান নিকোলাস জ্যাকসন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন