জীবিকার জন্য বিদেশে টয়লেট পরিস্কার করতেন শাহরুখের এই নায়িকা!

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করা মানেই ক্যারিয়ারের সোনালী যুগে পদার্পন। সেই অভিনেত্রীর তারকাখ্যাতি হয়ে যায় আকাশছোঁয়া। দীপিকা পাড়ুকোন থেকে আনুশকা শর্মা- এমন বহু অভিনেত্রী আছেন, যাদের বলিউডে অভিষেক হয়েছে শাহরুখ খানের বিপরীতে। বর্তমানে তাঁরা হিন্দি সিনেমার প্রথম শ্রেনীর নায়িকা।

এমনই আরও একজন অভিনেত্রী আছেন, যার বলিউডে অভিষেক হয়েছিল কিং খানের বিপরীতে। তিনিও আজ সুপরিচিত তারকা। যদিও তাঁর জন্ম পাকিস্তানে, তবে শাহরুখের সঙ্গে অভিনয় করেই বিশ্বব্যাপী তারকাখ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী। তবে তাঁর সিনেমা জগতে আসাও ছিল একেবারে অপ্রত্যাশিত।

এমনকী নিজের পেট চালাতে একসময় টয়লেটও পরিষ্কার করেছেন তিনি!

 

তবে সেসব দিন পেরিয়ে আজ সেই অভিনেত্রী প্রতিষ্ঠিত। বলছিলাম অভিনেত্রী মাহিরা খানের কথা।

1

অভিনেত্রী মাহিরা খান

মাহিরা খানকে এখনও পর্যন্ত একটিমাত্র সিনেমাতেই দেখা গেছে শাহরুখের বিপরীতে। সেই সিনেমা বক্স অফিসে সুপারহিট হওয়ার পর থেকেই তিনি বলিউডে তথা ভারতে পরিচিতি লাভ করেছেন।

মূলত তিনি পাকিস্তানের বাসিন্দা। পাকিস্তানের একাধিক সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজে অভিনয় করেছেন মাহিরা। তবে অনেকেই হয়তো জানেন না, পাকিস্তানের সেই নামী অভিনেত্রীই একসময় বিদেশে পড়তে গিয়ে টয়লেট পরিষ্কারের কাজ করতেন!

 

বিষয়টি জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। এর আগে একটি পাকিস্তানি ম্যাগাজিন ফিউশা’র সঙ্গে একটি সাক্ষাৎকারে মাহিরা জানিয়েছিলেন, ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানেই পেট চালানোর জন্য একসময় শপিং মলে ফ্লোর এবং টয়লেট পরিষ্কারের কাজ করতেন।

পড়াশোনার পাশাপাশি এই কাজ করেই রোজগার করতেন তিনি। মাহিরা সেই সাক্ষাৎকারে বলেন, ‘এতদিন বিষয়টি গোপনে রাখার পর আজ প্রকাশ্যে আনলাম কারণ সবার একথা জানা দরকার যে, আমি নিজের জীবনে কতটা কঠিন সময় পার করেছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে, সেখানে পৌঁছানো এত সহজ কাজ ছিল না।’

 

বর্তমানে পাকিস্তানের অন্যতম বিত্তশালী অভিনেত্রী মাহিরা খান। শাহরুখের বিপরীতে ‘রাইস’ সিনেমায় মাহিরার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। খুব শিগগিরই তাকে নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল ড্রামা দেখা যাবে। এর আগে পাকিস্তানের পাঞ্জাবি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। সেই সিনেমা ১০০ কোটি টাকা উপার্জন করেছিল বক্স অফিসে, যা পাঞ্জাবি সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথম। এ বছর দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন