দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে যা বললেন সামান্থা

বিচ্ছেদ হয়েছে ২০২১ সালে। এর পর থেকে আর নতুন সম্পর্কে জড়াননি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে তাঁর প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সরাসরি অভিনেত্রীকেই প্রশ্ন করে বসলেন এক ভক্ত, কবে বিয়ে করছেন তিনি? উত্তরে সামান্থা যা বললেন তার অর্থ দাঁড়ায়, বিয়ে মানেই লস!

একটা সময় তারকাদের একনজর দেখতে বহু কঠিন পথ পাড়ি দিতে হতো অনুরাগীদের।

তবে ইন্টারনেটের প্রসারে বর্তমানে ভক্তদের সান্নিধ্যেই থাকছেন তারকাগণ। সামাজিক মাধ্যমগুলাতে সরাসরি প্রিয় তারকার সঙ্গে কথোপকথনেরও সুযোগ পাচ্ছেন এখন। বর্তমানে অধিকাংশ তারকা সামাজিক মাধ্যমে অনুরাগীদের সংস্পর্শে থাকেন। যার মধ্যে বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খানরা নিয়মিত একটি সেশনের আয়োজন করেন যেখানে সরাসরি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা।

দক্ষিণী অভিনেত্রী সামান্থাও সম্প্রতি নিয়মিত হচ্ছেন এই প্রক্রিয়ায়। ‘আস্ক মি এনিথিং’ সেশনে সম্প্রতি অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সামান্থা রুথ প্রভু। যেখানে উঠে এসেছে বিয়ের প্রসঙ্গও। 

 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, একজন ভক্ত সামান্থাকে তাঁর ‘আস্ক মি এনিথিং’ সেশনে জিজ্ঞেস করেন, ‘আপনি কি আবার বিয়ে করার কথা ভাবছেন?’ উত্তরে ডিভোর্সের পরিসংখ্যান উল্লেখ করে সামান্থা বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী এটি একটি খারাপ বিনিয়োগ হবে।

’ অর্থাৎ অভিনেত্রীর উত্তর জানান দিচ্ছে, আপাতত বিয়ের ভাবনা ভাবছেন না তিনি। 

 

1

বেশ কয়েক বছর প্রেম ও ডেটিংয়ের পর ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন নাগার্জুনপুত্র নাগা চৈতন্য ও সামান্থা। তবে ২০২১ সাল বিচ্ছেদের পথ বেছে নেন জনপ্রিয় এই জুটি। আইনিভাবেই আলাদা হয়ে যান দুজন। তবে বিচ্ছেদ হলেও একে অন্যের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন।

 

 

এদিকে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে নাগার। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রীর সঙ্গে প্রেমের কানাঘুষো এখনো চলছে। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি নাগা। সামান্থাও জানিয়েছিলেন, প্রাক্তন স্বামীর নতুন প্রেম সম্পর্কে তাঁর কোনো আগ্রহ নেই। 

সম্প্রতি ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রেখেছেন সামান্থা। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। নিজের প্রডাকশন হাউস চালু করেছেন এই অভিনেত্রী, যার নাম ‘ত্রালালা মুভিং পিকচার্স’। তাঁর প্রযোজনায় প্রথম কাজটি একটি টিভি শো হতে যাচ্ছে। সামান্থাকে সর্বশেষ দেখা গেছে বিজয় দেবেরকোন্ডার সঙ্গে ‘খুশি’ চলচ্চিত্রে। সামনে অভিনেত্রীকে দেখা যাবে অ্যাকশনধর্মী টিভি সিরিজ ‘সিটাডেল’-এ। এটি আমেরিকার ‘সিটাডেল’-এর ইন্ডিয়ান ভার্সন। এতে সামান্থার বিপরীতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন