ফিলিস্তিনের গাজা উপত্যকায় কার্যকর যুদ্ধবিরতির আহবান জানিয়েছে ইসরায়েলের পশ্চিমা মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তবে অব্যাহত চাপের মুখেও যুদ্ধবিরতির বিপক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় হামলা বন্ধ না হলে জিম্মি মুক্তি নিয়ে নতুন কোনো আলোচনা করবে না বলে জানিয়ে দিয়েছে হামাসও।
যুক্তরাজ্য ও জার্মানি যৌথভাবে দীর্ঘমেয়াদি ‘টেকসই’ যুদ্ধবিরতির আহবান জানিয়েছে।
ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ওই যৌথ বিবৃতিতে বলেন, তাঁরা ইসরায়েল-গাজায় ‘টেকসই যুদ্ধবিরতি’ দেখতে চান। বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়, গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা গাজায় ‘দ্রুত ও স্থায়ী’ অস্ত্রবিরতির আহবান জানিয়ে বলেন, ‘অনেক বেশি বেসামরিক মানুষ নিহত হচ্ছে।’ এদিকে মিত্রদের যুদ্ধবিরতির এ আহ্বানের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর বিপক্ষে নিজের অবস্থানের কথা জানান।
যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের পরিবারের কাছ থেকে পাওয়া চিঠির একটি লাইনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আপনার কাছে লড়াই করার নির্দেশনা আছে। কিন্তু মাঝপথে লড়াই থামানোর নির্দেশনা নেই।’
অন্যদিকে গাজায় হামলা বন্ধ না হলে জিম্মি বিনিময় নিয়ে নতুন করে কোনো আলোচনা করবে না বলে জানিয়েছে গাজার শাসনক্ষমতায় থাকা হামাস। পশ্চিমাদের কাছে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত কট্টরপন্থী সংগঠনটি বলেছে, ‘আমাদের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসন একেবারে এবং সব সময়ের জন্য বন্ধ না হওয়া পর্যন্ত হামাস বন্দি বিনিময় নিয়ে কোনো আলোচনা না করার অবস্থান পুনর্ব্যক্ত করছে।
’
হামলা, মৃত্যুর বিরাম নেই
এদিকে গাজার বাইরের অন্য প্রধান ফিলিস্তিনি অধ্যুষিত এলাকা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে মাহমুদ আব্বাস সরকারের (পিএ) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের কয়েকটি বাড়িতে হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। যদিও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি। ইসরায়েলি সামরিক বাহিনী গত শনিবার জানায়, জাবালিয়ার একটি ভবনে তারা বিমান হামলা চালিয়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন