ফিনল্যান্ডের সঙ্গে ‘সমস্যা’ নিয়ে সতর্ক করলেন পুতিন

এ বছরের শুরুতে সম্মিলিত প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগদানের পর প্রতিবেশী ফিনল্যান্ডের সঙ্গে ‘সমস্যা’ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন। রবিবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে রুশ নেতা বলেছেন, মস্কো প্রতিক্রিয়া হিসেবে উত্তর-পশ্চিম রাশিয়ায় একটি নতুন সামরিক জেলা তৈরি করবে।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ড এক হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত ভাগ করে। ইউক্রেনে মস্কোর আক্রমণ চলার মধ্যে এই বছরের এপ্রিলে দেশটিতে ন্যাটো জোটে যোগ দেয়।

ক্রেমলিনের ইউক্রেন অভিযান ন্যাটোর পূর্ব প্রান্তে রুশ আগ্রাসনের ভয়কে পুনরায় জাগিয়ে তুলেছে।

 

পুতিন একটি রাষ্ট্রীয় টিভির সাংবাদিককে বলেছেন, ‘তারা (পশ্চিমা বিশ্ব) ফিনল্যান্ডকে ন্যাটোতে টেনে এনেছে। তাদের সঙ্গে কি আমাদের কোনো বিরোধ ছিল? বিংশ শতাব্দীর মাঝামাঝি আঞ্চলিক সমস্যাসহ সব বিরোধ অনেক আগেই সমাধান করা হয়েছে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘সেখানে কোনো সমস্যা ছিল না।

তবে এখন সমস্যা হবে। কারণ আমরা লেনিনগ্রাদ সামরিক জেলা তৈরি করব এবং সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ সামরিক ইউনিটকে জড়ো করব।’

 

ফিনল্যান্ড এই সপ্তাহে রাশিয়ার সঙ্গে তার সীমান্ত আবারও বন্ধ করার সময় পুতিনের মন্তব্যগুলো এলো। হেলসিঙ্কি তার সীমান্তে অভিবাসী সংকটের আয়োজনের অভিযোগ এনেছে।

 

ন্যাটোতে হেলসিঙ্কির যোগদানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। পুতিন আরো বলেছেন, ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার যুদ্ধ করার কোনো কারণ নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই মাসে বলেছিলেন, মস্কো যদি ইউক্রেনে সফল হলেও তারা ‘থামবে না’।

ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়ার বিষয়ে মিথ্যা নীতির ন্যায্যতা প্রমাণ করা বাগাড়ম্বর।’ তাঁর মতে, ন্যাটো দেশগুলোর সঙ্গে যুদ্ধ করতে মস্কোর ‘কোনো আগ্রহ নেই—ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক দিক দিয়ে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন