সিলেটে আজ থেকে ভোটের উ ত্তা প!

আজ সোমবার (১৮ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী- যেদিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়, সেদিন থেকেই তারা প্রচারে নামতে পারবেন।

 

 

 


ফলে আজ প্রতীক বরাদ্দের পর থেকেই সিলেটে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা। এ লক্ষ্যে প্রায় সকল প্রার্থী-ই প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন বলে জানা গেছে। আর এর মধ্যদিয়ে সিলেটে বইবে নির্বাচনের মূল উত্তাপ।

 


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর কার্যালয়ে প্রতীক বরাদ্দ করবেন। এছাড়া সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) শেখ রাসেল হাসানের কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেটের ৬টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনসংশ্লিষ্টদের মতনিবিনিময় অনুষ্ঠিত হবে।

 

 


বিএনপিবিহীন এই নির্বাচনে যাচাই-বাছাই, বাতিল, আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া ও প্রত্যাহার শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে চূড়ান্ত লড়াই করতে যাচ্ছেন ৩৬ জন। রবিবার (১৭ ডিসেম্বর) ছিলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন সিলেটের ৬ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তারা হলেন- সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এ আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হান্নান, একই দলের সিলেট-২ আসনের প্রার্থী মো. ছায়েদ মিয়া, সিলেট-৪ আসনের আলী আকবর ও সিলেট-৫ আসনের তৃণমুল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার এবং সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সুহেল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন