সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের তৃতীয় ওয়ানডে তাই পরিণত হয়েছিল নিয়মরক্ষার ম্যাচ। আনুষ্ঠানিকতার ওই লড়াইয়ে সুপার ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ড মেয়েদের হারিয়ে স্বান্তনার জয় পেয়েছে পাকিস্তানের মেয়েরা। 
নিউজল্যান্ড মেয়েদের করা ৮ উইকেটে ২৫১ রানের জবাবে পাকিস্তান মেয়েরাও ৯ উইকেটে করে ২৫১ রান।

নির্ধারিত ৫০ ওভারে খেলা টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এক ওভারের ওই লড়াইয়ে নিউজিল্যান্ডের এমেলিয়া কেরের ছয় বল থেকে ১১ রান নেয় পাকিস্তান। জবাবে সাদিয়া ইকবালের ওভার থেকে ২ উইকেট হারিয়ে ৮ রান নিতে পারে নিউজিল্যান্ড মেয়েরা। 
মেয়েদের ওয়ানডেতে দুই মাসে দুটি টাই ম্যাচের নিস্পত্তি হল সুপার ওভারে।

গত মাসে বাংলাদেশের সঙ্গে টাই করে সুপার ওভারে হেরে গিয়েছিল পাকিস্তান মেয়েরা। এবার টাই করে সুপার ওভারে জয়ী দলের নাম পাকিস্তান। এই ম্যাচ হেরেও অবশ্য ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ডের মেয়েরা।  
নিউজিল্যান্ডের ২৫১ রান তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল পাকিস্তান।

জেতার জন্য শেষ ৩ ওভারে তাদের দরকার ছিল ২২ রান। হাতে তখনও ছিল চার উইকেট। ৪৮ তম ৬ রান নিয়ে তারা একটি উইকেট হারালে সমীকরণ নেমে দাঁড়ায় ১২ বলে ১৬ রান। কিন্তু ৪৯তম ওভারে ৮ রান নিলেও হারিয়ে ফেলে দুই উইকেট। শেষ ৬ বলে জয়ের জন্য তাদের দরকার ছিল ৮ রান।

পাকিস্তান মেয়েরা ৭ রান নিয়ে ম্যাচ করে টাই। সুপার ওভারে অবশ্য জিতেছে সফরকারীরাই।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন