কামিন্সের মতে লায়ন যেভাবে ওয়ার্নকে ছাড়িয়ে যেতে পারেন

শেন ওয়ার্ন কিংবা মুত্তিয়া মুরালিধরনের মতো অতটা আলোচিত নন নাথান লায়ন। বছরের পর বছর  অনেকটা নীরবেই নিজের কাজটা করে যাচ্ছেন এই অফ স্পিনার। এক যুগ ধরে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ মানেই লায়ন। সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে লায়ন ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলক।

 

বয়স ৩৬ ছাড়িয়েছে। লায়ন কত দূর যেতে পারেন? আলোচনাটা ভালোই সামনে এসেছে। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স মনে করেন, কিংবদন্তি শেন ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে লায়নের সামনে। সেটা কিভাবে? তাঁর মুখেই শোনা যাক, ‘এখনো সে অন্তত পাঁচ বছর খেলতে পারে।

প্রতিবছর ১০টা করে ম্যাচ থাকবে। আমি মনে করি, এখনো সে ৪০-৫০টা টেস্ট পাবে, আরো চার-পাঁচ বছর খেললে। ম্যাচপ্রতি ৪-৫টা উইকেট পেলে ২০০ হয়ে যাবে, মানে ৭০০ হবে।’

 

১২৩তম টেস্টে লায়নের উইকেট এখন ৫০১টি।

৭০৮ উইকেট নিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারি ওয়ার্ন। ওয়ার্নকে ছাড়িয়ে যেতে আরো ২০০টির বেশি উইকেট লাগবে লায়নের। সে যা-ই হোক, লায়নকে এখনো নিজেদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন কামিন্স, ‘লায়ন এখনো আমাদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। বেশির ভাগ ম্যাচে সে দিনে ৩০ ওভার বোলিং করে। এক প্রান্ত দিয়ে সে বোলিং করে।

খুব একটা রানও দেয় না। সে কিছু উইকেট নেবে এবং পেসাররা আরেক প্রান্তে অদল-বদল করে বোলিং করে যাবে।’

 

অভিষেকের পর বিরতিহীন খেলে যাচ্ছেন লায়ন। শুধু গত গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে চোটের কারণে তাঁকে পায়নি অস্ট্রেলিয়া। সে সময়টায় লায়নকে মিস করেছেন জানিয়ে কামিন্স বলেছেন, ‘কোনো সন্দেহ নেই ইংল্যান্ডে গত অ্যাশেজে তাকে আমরা মিস করেছি। এক শর বেশি টেস্ট খেলার অভিজ্ঞ একজন বোলারকে অধিনায়ক হিসেবে আপনি সব সময় দলে চাইবেন।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন