৮৯.৬ শতাংশ ভোট পেয়ে ফের মিসরের প্রেসিডেন্ট হচ্ছেন সিসি

gbn

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসি ৮৯.৬ শতাংশ ভোট পেয়ে ছয় বছরের মেয়াদে আবারও জয়ী হয়েছেন। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ সোমবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের প্রধান হাজেম বাদাউয়ি বলেছেন, ৬৬.৮ শতাংশে ভোটার ভোট দিয়েছেন। তিনি এ সংখ্যাকে ‘অভূতপূর্ব’ বলে আখ্যায়িত করেছেন।

এক দশক ধরে সবচেয়ে জনবহুল আরবদেশ শাসন করা সাবেক সেনাপ্রধান সিসির পক্ষে তিন কোটি ৯০ লাখেরও বেশি লোক তাদের ভোট দিয়েছে।

 

১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত ভোটে প্রেসিডেন্ট সিসি তিনজন প্রার্থীর সঙ্গে লড়াই করেন। রিপাবলিকান পিপলস পার্টির নেতৃত্ব দেওয়া হাজেম ওমর ৪.৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অন্য দুই প্রার্থী ছিলেন বামপন্থী মিসরীয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ফরিদ জাহরান এবং শতাব্দী প্রাচীন কিন্তু অপেক্ষাকৃত প্রান্তিক দল ওয়াফড থেকে আবদেল-সানাদ ইয়ামামা।

 

আগামী এপ্রিল থেকে সিসি তৃতীয় মেয়াদে দায়িত্ব শুরু করবেন। দেশটির সংবিধান অনুযায়ী এটি তাঁর চূড়ান্ত মেয়াদ।

মিসরের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট এবং প্রতিবেশী গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধকে ঘিরে উচ্চ উত্তেজনা থাকা সত্ত্বেও সিসির জয় অবাক হওয়ার মতো কিছু নয়। দেশটিতে মুদ্রার পতন এবং বার্ষিক মুদ্রাস্ফীতি ৩৬.৪ শতাংশে চলছে।

এমনকি বর্তমান অর্থনৈতিক সংকটের আগেও মিসরের প্রায় ১০ কোটি ৬০ লাখ জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ দারিদ্র্য সীমার নিচে বাস করত।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন