এআই প্রযুক্তি ব্যবহার করে মোদি ও ইমরান খানের ভাষণ

উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বক্তৃতা দিয়েছেন। উভয়ের ক্ষেত্রেই এটি এ ধরনের প্রথম ঘটনা।

তীর্থনগর বারানসির এক অনুষ্ঠানে রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এআই পরিচালিত ভাষা অনুবাদ ব্যবস্থা ‘ভাষিণী’ ব্যবহার করে বক্তব্য দেন। উপস্থিত অন্য ভাষাভাষী দর্শক-শ্রোতার জন্য তাঁর বক্তব্য সঙ্গে সঙ্গে ভাষান্তরিত হয়ে যাচ্ছিল।

 

অন্যদিকে এআইয়ের বদৌলতেই গতকাল সোমবার কারাগারের ভেতর থেকে নির্বাচনী প্রচারণা চালাতে পারলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের বিরোধী নেতার একটি ভয়েস ক্লোন তাঁর হয়ে এক আবেগপূর্ণ বক্তৃতা দেয়।

ভারতের তাৎক্ষণিক (রিয়েল টাইম) ভাষা অনুবাদ ব্যবস্থা ‘ভাষিণী’ অন্য আঞ্চলিক ভাষাভাষীদের সঙ্গে কথা বলার সময় ভারতের মানুষকে নিজের বুলিতে কথা বলার সুযোগ করে দেয়। এটি এবারই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বত্তৃদ্ধতার ভাষান্তর করতে ব্যবহৃত হলো।

 

মোদি বলেছেন, এআই তাঁকে দেশের আরো বেশি লোকের কাছে পৌঁছতে সহায়তা করবে।

বন্দি ইমরানের ভাষণ দিল এআই

এদিকে কারাগারে থাকা সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এআই ব্যবহার করে তাদের নেতার চার মিনিটের একটি ভাষণ তৈরি করেছে। রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এটি ‘ভার্চুয়াল সমাবেশ’ শিরোনামে প্রচার করা হয়।

পিটিআই বলেছে, ইমরান খান আইনজীবীদের মাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েছিলেন, যার ভিত্তিতে তাঁর পরিচিত ঢঙের জ্বালাময়ী বক্তৃতা তৈরি করা হয়।

 

বার্তাটিকে এআই প্রতিষ্ঠান ইলেভেনল্যাবসের টুল ব্যবহার করে অডিওতে ডাব করা হয়। ট্রলটি কারো বিদ্যমান বত্তৃদ্ধতার নমুনা থেকে একটি ‘কণ্ঠস্বর ক্লোন’ তৈরি করতে সক্ষম।

ইমরানকে অনুকরণ করে কৃত্রিম কণ্ঠস্বর বলে, ‘প্রিয় দেশবাসী, আমি প্রথমেই এই ঐতিহাসিক প্রচেষ্টার জন্য সোশ্যাল মিডিয়া টিমের প্রশংসা করতে চাই।...আপনারা হয়তো সবাই ভাবছেন, আমি জেলে কেমন আছি। আজ, প্রকৃত স্বাধীনতার জন্য আমি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন