জিবিনিউজ 24 ডেস্ক //
অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে রোমান্স করবেন অভিনেতা টাইগার শ্রফ। ‘হিরোপান্তি টু’ সিনেমায় তাদের দেখা যাবে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হিরোপান্তি’ সিনেমার সিক্যুয়েল এটি। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এছাড়া এই নির্মাতার আরো একটি সিনেমায় আহান শেঠির বিপরীতে অভিনয় করছেন তারা সুতারিয়া। টাইগারের সঙ্গে ‘হিরোপান্তি টু’ সিনেমায় এই অভিনেত্রীর অভিনয় প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘আহান শেঠির প্রথম সিনেমায় তারা সুতারিয়ার কিছু দৃশ্য সাজিদ স্যার দেখেছেন। তার অসাধারণ পরাফরম্যান্সে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি খুবই চমৎকার অভিনেত্রী। টাইগার শ্রফের সঙ্গে হিরোপান্তি-টু সিনেমায় তিনি সম্পূর্ণ উপযুক্ত।’
‘হিরোপান্তি-টু’ সিনেমা পরিচালনা করবেন আহমেদ খান। টাইগারের ‘বাঘি-টু’ ও ‘বাঘি-থ্রি’ সিনেমা পরিচালনা করেন তিনি। এছাড়া এই সিনেমার মাধ্যমে আবারো পর্দায় হাজির হচ্ছেন টাইগার-তারা। এর আগে ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমায় অভিনয় করেন এই জুটি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন