উরাওয়া রেড ডায়মন্ডসের রক্ষণ ভাঙতে বেশ সম লাগল ম্যানচেস্টার সিটি। তবে প্রথমার্ধেই প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে আত্মঘাতী গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পেপ গার্দিওলার দল আর দুইবার জালের দেখা পায়। তাতে ৩-০ গোলের জয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইংলিশ চ্যাম্পিয়নরা।
সোমবার প্রথম সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারায় ব্রাজিলের দল ফ্লুমিনেন্সে। আগামী শুক্রবার ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে ম্যানচেস্টার সিটি।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মঙ্গলবার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যানসিটি। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিল না।
অবশেষে প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের উপহার দেওয়া গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ডান দিক থেকে নুনেসের বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার হেইব্রটেন।
মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে কাইল ওয়াকারের পাস ধরে বক্সে ঢুকে জোরাল শটে জাল খুঁজে নেন মাতেও কোভাচিচ।
আর ৫৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন বের্নারদো সিলভা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন