গাজায় নিহতের সংখ্যা ১৯,৬০০ ছাড়াল

৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭-এ দাঁড়িয়েছে। ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, গাজার দক্ষিণের হাসপাতালগুলো আহতদের আর থাকার ব্যবস্থা করতে পারছে না জানিয়ে আল-কুদরা আরো বলেছেন, ইসরায়েলি হামলায় এ পরযযন্ত ৫২ হাজার ৫৮৬ জন আহত হয়েছে।

 

এ ছাড়া ৯৯ জন চিকিৎসাকর্মীকে ইসরায়েলি বাহিনী কঠোর অবস্থায় আটকে রেখেছে বলেও জানান আল-কুদরা। তিনি বলেন, আটককৃতদের মধ্যে আল-শিফা, আল-আদওয়া এবং কামাল আদওয়ান হাসপাতালের পরিচালকরা রয়েছেন।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলার ফলে উপকূলীয় অঞ্চলটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে প্রায় ২০ লাখ মানুষ ঘনবসতিপূর্ণ ছিটমহলের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন