বাস দুর্ঘটনা কেড়ে নিল গোলরক্ষক ও সহকারী কোচের প্রাণ

মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে আলজেরিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব আল বায়াদ। গতকালকের দুর্ঘটনার কবলে পরে মারা গেছেন দলটির গোলরক্ষক জাকারিয়া বোজিয়ানি এবং সহকারী কোচ খালিদ মুফতাহ। এই ঘটনায় এই সপ্তাহের সকল ম্যাচ স্থগিত রেখেছে দেশটির ফুটবল ফেডারেশন।

লিগের ম্যাচ খেলতে উত্তর আলজেরিয়ার ক্লাব জেএসকে কাবিলির মাঠে যাচ্ছিল আল বায়াদ।

যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। দুইজনের মৃত্যু হলেও বাকিরা আহত হন। তবে তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

 

এক বিবৃতিতে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে,'এই বেদনাদায়ক ট্র্যাজেডির কারণে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন সারা দেশে এই সপ্তাহের সবধরনের ফুটবল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

'

 

আল বায়াদের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক জাকারিয়া বোজিয়ানি। এই মৌসুমে দুইটি ম্যাচ খেলেছেন তিনি। আলজেরিয়ান লিগ ওয়ানে ষষ্ঠ স্থানে আল বায়াদ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৫।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন