অস্ত্রোপচার করাতে হবে কাজী সালাউদ্দিনকে

হঠাৎ করেই গতকাল খবর আসে হাসপাতালে ভর্তি হয়েছে দেশের ফুটবলের কিংবদন্তি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। জানা যায়, হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণের পর চিকিৎসকরা জানিয়েছেন, বাইপাস সার্জারি করাতে হবে সালাউদ্দিনকে। বাফুফের সভাপতির পরিবার ফুটবল ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে।

 

 

গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন সালাউদ্দিন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তাঁর হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যেকারণে চিকিৎসকরা পর্যালোচনা করে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে নাগাদ অস্ত্রোপচার হবে সেটা অবশ্য জানায়নি।

 

তবে বয়স ৭০ হওয়ায় সালাউদ্দিনের জন্য অস্ত্রোপচার এক প্রকার ঝুঁকিও। সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং কাজী সালাউদ্দিন চিকিৎসকদের ওপর আস্থাশীল এবং আত্মবিশ্বাসী যে, অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তিনি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন