মঙ্গলবার মিনি নিলাম থেকে প্রয়োজন মিটিয়ে দল গুছিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেই নিলাম থেকে এবার নতুন দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এরপর আলোচনা, নতুন ফ্র্যাঞ্চাইজি দলে একাদশে নিয়মিত হতে পারবেন এই বাঁহাতি পেসার?
মুস্তাফিজের দল পাওয়াটা বিস্মিত করেছে অনেককে।
সম্প্রতি বল হাতে মুস্তাফিজ ভালো ছন্দে নেই। ভারতের মাটিতে বিশ্বকাপেও তেমন কিছু করতে পারেননি। লড়ছেন অফ ফর্মের সঙ্গে। তবুও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই তার ওপর আস্থা রেখেছে।
যদিও এজন্য অন্য দলগুলোর সঙ্গে লড়াইয়ে নামতে হয়নি তাদের। কারণ, মুস্তাফিজকে দলে নেওয়ার ব্যাপারে আইপিএলে তার পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ানস এমনকি দিল্লি ক্যাপিটালসও আগ্রহ দেখায়নি।
মুস্তাফিজকে দলে টানলেও আইপিএলের সফল দল চেন্নাই এমন কোনো ক্রিকেটারকে একাদশে সুযোগ দেয় না, যার কার্যকারিতা নেই। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো হিসাব কষে দেখেছে, চেন্নাইয়ের সম্ভাব্য একাদশে থাকবে না মুস্তাফিজের নাম।
চেন্নাইয়ের ওপেনিং জুটিতে তারা রুতুরাজ গাইকোয়াদের সঙ্গে ডেভন কনওয়েকে রেখেছে। এরপর আজিঙ্কা রাহানে আর ড্যারিল মিচেল। শিভম দুবেকে রাখা হয়েছে পাঁচ নম্বরে। ফিনিশার ধোনির আগে রবীন্দ্র জাদেজা। আট নম্বরে এবারের নিলাম থেকে ৪ কোটি মূল্য দেয়া কেনা শার্দূল ঠাকুরকে খেলাতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
বাকি থাকল ৩ বোলারের জায়গা। এখানে দিপক চাহারের সাথে দুই লঙ্কান মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানা এবারও একাদশে নিয়মিত হতে পারেন। আর দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে তুষার দেশপাণ্ডেকে।
অর্থাৎ, সম্ভাব্য সেই একাদশে নেই মুস্তাফিজের নাম। এমনকি দ্বাদশ ক্রিকেটার হিসেবেও তাকে রাখা হয়নি ক্রিকইনফোর এক্সপার্টদের বিবেচনায়। তবে চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেট বিবেচনায় মুস্তাফিজকে কাজে লাগাতে চাইবে সিএসকে। তবে সুযোগ পেলে তার প্রতিদান দিতে হবে মুস্তাফিজকেই।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন