সেই সাংবাদিক খাসোগির স্ত্রী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন

হত্যার শিকার সৌদি সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান এলাতার যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। খাসোগির স্ত্রী নিজের  নিরাপত্তা নিয়ে বেশ ভয়ে ছিলেন। সে কারণে আশ্রয়ের জন্য আবেদন করতে ২০২০ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি। গত ২৮ নভেম্বর হানান এলাতারের রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করেছে মার্কিন প্রশাসন।

বিবিসি সংবাদমাধ্যম এ সক্রান্ত  নথিগুলো যাচাই করে দেখেছে। 

 

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ভেতরে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাসোগিকে। মার্কিন গোয়েন্দারা বলেছে, তাদের ধারণা হত্যার পিছনে সৌদি আরবের হাত রয়েছে। এ হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহের তীর ছিল যুবরাজ সালমানের দিকে।

কারণ  খাসোগি সৌদি রাজপরিবার ও যুবরাজ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। তবে সৌদি কনস্যুলেটের কিছু কর্মকর্তা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পরে জানায় সৌদি সরকার। অভিযুক্তদের প্রথমে ফাঁসির আদেশ দিলেও পরে সাজা কমিয়ে ২০ বছরের জেল দেয় সৌদি সরকার। সৌদি বংশদ্ভূত জামাল খাসোগি ‘দি ওয়াশিংটন পোস্ট’- এ কলাম লিখতেন।

তিনি পূর্বে আল-আরব নিউজ চ্যানেল এর সাধারণ ব্যবস্থাপক এবং মূখ্য সম্পাদকের পদে নিযুক্ত ছিলেন। হত্যার পর তাঁর মরদেহ টুকরা করে গুম করা হয়।

 

স্ত্রী হানান এলাতার আশ্রয় পাওয়ার পর বিবিসিকে বলেছে, ‘আমরা জিতেছি।’ কথা বলার সময় তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তিনি আরো বলেন, “হ্যাঁ, তারা জামালের জীবন নিয়েছিল এবং তারা আমার জীবন ধ্বংস করেছিল, কিন্তু আমরা জিতেছি।

 

এলাতার মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার তিন বছরের বেশি পার হয়ে গেছে। তিনি জানান, মিসরে ফিরে গেলে তাঁর জীবন হুমকির মুখে পড়বে।’ ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেছেন। এরপর তিনি মিসরে ছিলেন এরং পরে যুক্তরাষ্ট্রে যান। 

হানান এলাতার এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। এরপর চাকরি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করছেন। তিনি তার নিরাপত্তা নিয়ে ব্যাপক ভয়ে ছিলেন বলে এক সাক্ষাৎকারে জানান এলাতারের আইনজীবি রান্দা ফাহমি। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর নতুন জীবন শুরু করার জন্য ২০২১ সালের অক্টোবরে ওয়ার্ক পারমিট পান। 

এলাতার বর্তমানে একটি চাকরি করেন। তিনি বলেছেন, ‘কাজটি দীর্ঘ একটি প্রক্রিয়ায় শেষ হয়েছে। সময় লাগলেও আমার জন্য দরজা খুলে দেওয়া জন্য প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি আরো বলেন, ‘ভয় থেকে মুক্তি পেয়েছি।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন