শতাব্দীর রেকর্ড ৮ কোটি আগাম ভোট মার্কিন নির্বাচনে

gbn

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এরই মধ্যে দেশটির আট কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।    ইউনিভার্সিটি অব ফ্লোরিডা জানিয়েছে, গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে আগাম ভোটের সংখ্যায় এটি সর্বোচ্চ রেকর্ড।    ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ‘ইউএস ইলেকশন প্রজেক্ট’ থেকে প্রকাশিত টালি থেকে এ তথ্য মিলেছে। তথ্য বলছে, এখন পর্যন্ত ২০১৬ সালের নির্বাচনে পড়া আগাম ভো‍টের চেয়ে এবার ৫৮ শতাংশের বেশি ভোট পড়েছে।    ধারণা করা হচ্ছে, এমনটা চলতে থাকলে বাকি দিনগুলো যে পরিমাণ আগাম ভোট পড়বে, তা গত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটকেও ছাড়িয়ে যাবে। সেবার প্রায় ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়েছিল। এর মধ্যে আগাম ভোট ছিল ৪ কোটি ৭০ লাখ।    যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টি অঙ্গরাজ্যের দলীয় নিবন্ধনের তথ্য বলছে, ডেমোক্র্যাটিক দলের নিবন্ধিত ১ কোটি ৮২ লাখ সমর্থক আগাম ভোট দিয়েছেন। রিপাবলিকানদের এ সংখ্যা ১ কোটি ১৫ লাখ। এ ছাড়া ৮৮ লাখ নিরপেক্ষ ভোটার আগাম ভোট দিয়েছেন।    গত কয়েক দিন ধরেই ডাকযোগে এবং আগাম ভোটকেন্দ্রগুলোতে গিয়ে ভোট দিচ্ছেন আমেরিকানরা। আগাম ভোটে আমেরিকানদের এই আগ্রহের বিষয়ে বিশ্লেষকেরা করোনা পরিস্থিতিকে দায়ী করছেন। তারা বলছেন, করোনায় মৃত্যুপুরীতে পরিণত যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেওয়াকে নিরাপদ মনে করছেন আমেরিকার ভোটাররা।    রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনও আগাম ভোট দিয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন