বিপাকে ‘মোটিভেশনাল স্পিকার’ বিবেক বিন্দ্রা। স্ত্রীকে মারধরের অভিযোগ উঠলো ভারতের জনপ্রিয় এই ইউটিউবারের বিরুদ্ধে। বিবেকের শ্যালক এরই মধ্যে তার বিরুদ্ধে নয়ডার একটি থানায় মামলা দায়ের করেছেন।
বিবেকের শ্যালক বৈভব কোয়াত্রার অভিযোগ, নয়ডার যে বিলাসবহুল বহুতল ভবনে ইউটিউবার থাকেন, সেখানেই তিনি তার স্ত্রী ইয়ানিকাকে মারধর করেছেন। বৈভবের দাবি, কয়েক দিন আগে বিবেক ও তার মায়ের উত্তপ্ত বাগ্বিতণ্ডা শুরু হয়। ইয়ানিকা মধ্যস্থতা করতে গেলে বিবেক তাকে মারধর করেন।
মারধরের কারণে ইয়ানিকা গুরুতর চোট পেয়েছেন বলেও অভিযোগ তার ভাইয়ের। চলতি ডিসেম্বরের শুরুর দিকেই বিবেক ও ইয়ানিকার বিয়ে হয়েছিল।
বিবেক ভারতের এক জন জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে তার। বিবেক তার ব্যবসার ভিডিও ও প্রেরণামূলক বক্তৃতার ভিডিওর কারণে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়। বহু মানুষ বিবেকের ব্যবসা সম্পর্কিত উপদেশ মেনে চলেন। ইউটিউবে বিবেকের সাবস্ক্রাইবারের সংখ্যা ২ কোটির বেশি। ইউটিউব থেকে বছরে কোটি কোটি টাকা আয় করেন তিনি।
সম্প্রতি ভারতের অন্য এক জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’ সন্দীপ মহেশ্বরীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বিবেক। ইউটিউব চ্যানেলে ‘বিগ স্ক্যাম এক্সপোজড’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন সন্দীপ। সেখানে এক জন বড় ইউটিউবারের কথা বলা হয়, যিনি ব্যবসার নামে দেশের বহু তরুণ-তরুণীর সঙ্গে প্রতারণা করেছেন। সন্দীপ কারও নাম না করলেও সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের একাংশের মতে সেই ইউটিউবার আর কেউ নন, তিনি বিবেক।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন