হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃমুক্তিযুদ্ধের সময় যে তিনটি বাংলাদেশি সংগঠন আমেরিকাতে গড়ে উঠেছিল তার মধ্যে ফিলাডেলফিয়ার প্রথম বৃহত্তর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর নতুন কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। গত রোববার ,১৭ ই ডিসেম্বর, ২০২৩,স্হানীয় একটি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। । মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য দুই বিরল ব্যক্তিত্ব ড.সুলতানা আলম এবং ড. ডেভিড নালীনকে সম্মাননা
স্মারক প্রদান করা হয়। অভিষেক অনুষ্ঠানে ২০২৪-২৫ মেয়াদে নির্বাচিত নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটির সভাপতি পদে ফারহানা আফরোজ পাপিয়া, সাধারন সম্পাদক মিনহাজ সিদ্দিকী, সহ-সভাপতি শোয়েব আহমেদ এবং নাইমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজ, সমাজ কল্যান সম্পাদক মুনমুন কোরেশী, কোষাধ্যক্ষ আফরোজা ইউসুফী এবং সদস্য ফারজানা চৌধুরী, রাজিয়া সুলতানা, জোহরা খাতুন কলি এবং মাজরেহা বিনতে জাহের নির্বাচিত হয়েছেন ।বিদায়ী সভাপতি ডাঃ আশিক আনসারীর কাছ থেকে দায়িত্ব গ্রহনের পর নতুন কমিটির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া উপস্হিত সকলে উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন সভাপতি আবু আমিন, রিজা কাবিলী, ফিরোজ জান, হিরনময় সিকদার, ডক্টর সাক্কার ইভা, সুস্মিতা গুহ রায়, ড. ইবরুল চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আকতার আহমেদ রাশার একক শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কন্ঠশিল্পী এস, আই টুটুল, কৃষ্ণা তিথী খান এবং জলি দাস ও তার দল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন