সুনামগঞ্জ আওয়ামী পরিবার ইউকে'র উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

gbn
আব্দুর রশিদ|| সিনিয়র রিপোর্টার লন্ডন ||

 

সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে"র উদ্যোগে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৮ ডিসেম্বর সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক আলোচনা অনুষ্ঠানের। গ্রেটার লন্ডনের চিজলহার্সটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ আওয়ামী পরিবার ইউকে"র সভাপতি আব্দুল আশিক চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী ও উপ দপ্তর সম্পাদক তানজির আলম তামিমের যৌথ সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজহারুল ইসলাম সিপার। প্রধান বক্তা ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাসুক আহমেদ সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সারব আলী, সুনামগঞ্জ আওয়ামী পরিবার ইউকে"র সহ সভাপতি নাসির উদ্দিন, হাসনাত আহমেদ চুনু, আনোয়ার হোসেন, উপদেষ্ঠা সোহেল কাদির চৌধুরী, রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক এমরান, সংগঠনের কোষাধ্যক্ষ আনোয়ার আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইদ আপন, শায়েল আহমদ, তানভীর পিয়াস, মাহবুব হোসেন, আবু ইয়াসিন সুমন, আকিক মিয়া, হাজী রফিক আলী, মোহাম্মদ সমসু মিয়া তালুকদার, ইলিয়াস আলী, শামীম আহমদসহ সংগঠনের সদস্য ও অন্যান্য অতিথিরা। আলোচনা সভায় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব তোলে ধরে আলোচনা করেন। তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। তারা প্রবাসী সবাইকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এসময় অতিথিরা আসন্ন দ্বাদশ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে সুনামগঞ্জের ৫টি আসন উপহার দেয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। 

সভায় জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় অংশ নেয়ার জন্য 'সুনামগঞ্জ আওয়ামী পরিবার ইউকে'র একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাচ্ছেন।

শেষে সংগঠনের সভাপতি আব্দুল আশিক চৌধুরীর সৌজন্যে এক নৈশ্যভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন