পুনরায় এইচ-১বি অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নবায়ন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য একটি পাইলট প্রগ্রামও চালু করতে যাচ্ছে তারা। প্রথম পর্যায়ে শুধু ২০ হাজার ভারতীয় ও কানাডীয় নাগরিকদের জন্য এটি উন্মুক্ত হবে।
এইচ-১বি ভিসা পাইলট প্রগ্রামের সময়সীমা
- মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এইচ-১বি পাইলট প্রগ্রামের জন্য ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করবে।
যোগ্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। এ ছাড়া লিখিত মন্তব্য এবং সম্পর্কিত উপকরণ জমা দিতে ১৫ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
- প্রতি সপ্তাহে এইচ-১বি ভিসা নবায়নের জন্য প্রায় চার হাজার আবেদন স্লট খোলার পরিকল্পনা করছে দেশটি। এই স্লটগুলো ২৯ জানুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি পাওয়া যাবে।
এইচ-১বি ভিসা পাইলট প্রগ্রামে যেসব যোগ্যতার প্রয়োজন
আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে :
- পাইলট পর্যায়ে শুধু এইচ-১বি ভিসা নবায়ন প্রক্রিয়া করা হবে; অন্য ধরনের ভিসা অন্তর্ভুক্ত করা হবে না।
- নবায়ন করতে চাওয়া এইচ-১বি ভিসাটি অবশ্যই মিশন কানাডার মাধ্যমে ২০২০ সালের ১ জানুয়ারি এবং ২০২৩ সালের ১ এপ্রিলের মধ্যে অথবা মিশন ইন্ডিয়ার মাধ্যমে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জারি করা হতে হবে।
- ব্যক্তিগত সাক্ষাৎকার এড়ানোর জন্য যোগ্যতার প্রয়োজন হবে।
- অবশ্যই অতীতের ভিসার আবেদনের জন্য আবেদনকারীদের ১০টি আঙুলের ছাপ জমা দেওয়া থাকতে হবে।
- আবেদনকারীরা অ-অভিবাসী ভিসা ইস্যু ফির অধীনে আবেদন করতে পারবে না, যা পারস্পরিক ফি হিসেবেও পরিচিত।
- আগের ভিসায় অবশ্যই ‘ক্লিয়ারেন্স প্রাপ্ত’ টীকা থাকতে পারবে না।
- আবেদনকারীদের ভিসার অযোগ্যতা থাকতে পারবে নানা, যার জন্য ভিসা ইস্যু করতে মওকুফের প্রয়োজন হবে।
- আবেদনকারীদের অবশ্যই একটি অনুমোদিত এবং মেয়াদ শেষ না হওয়া এইচ-১বি পিটিশন থাকতে হবে।
- আবেদনকারীর যুক্তরাষ্ট্রে সবচেয়ে সাম্প্রতিক প্রবেশ এইচ-১বি স্ট্যাটাসে থাকতে হবে।
- আবেদনকারীদের বর্তমানে যুক্তরাষ্ট্রে এইচ-১বি অবস্থা বজায় রাখতে হবে।
- এইচ-১বি স্ট্যাটাসে অনুমোদিত প্রবেশের মেয়াদ শেষ হওয়া যাবে না।
- আবেদনকারীদের অবশ্যই বিদেশে অস্থায়ী সময় অবস্থানের পর এইচ-১বি স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ করতে হবে।
এইচ-১বি ভিসা পাইলট প্রগ্রামে আবেদনের প্রক্রিয়া
আবেদন জমা দিতে এই লিংকে যেতে হবে : https://travel.state.gov/content/travel/en/us-visas/employment/domestic-renewal.html
এই প্রবিধানের একটি ওভারভিউ www.regulations.gov-এ হোমপেজে ‘1400-AF79’ অনুসন্ধান করে পাওয়া যাবে।
আবেদনকারীদের অনলাইন পোর্টালের মাধ্যমে ২০৫ মার্কিন ডলারের অ-ফেরতযোগ্য এবং অ-হস্তান্তরযোগ্য এমআরভি ফি প্রদান করতে হবে। আরো অনুসন্ধান বা সহায়তার জন্য আবেদনকারীরা [email protected]এ ই-মেইলের মাধ্যমে ভিসা সার্ভিসেসের সিনিয়র রেগুলেটরি কো-অর্ডিনেটর ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্স জামি থমসনের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন