লন্ডন প্রবাসী অ্যাডভোকেট মো. নাসির উদ্দিনকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় লন্ডনের মেরি ডি লুইস সলিসিটরস’র পার্টনার প্রবাসী অ্যাডভোকেট মো. নাসির উদ্দিনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।  স্বদেশে আগমন উপলক্ষে শাহবাজপুর সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত আটটায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। 

এ উপলক্ষে সুরমা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। 

 

 

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খানসচেতন নাগরিক পরিষদের আহ্বায়ক শিক্ষক রুহেল আহমদ, ইংল্যান্ড প্রবাসী মো. আব্দুল আজিজ, ব্যবসায়ী হাজী আজির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,  অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন শাহবাজপুর এলাকার কৃতি সন্তান। তিনি আমাদের এলাকার গর্ব। তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত হয়ে জীবিকা নির্বাহের পাশাপাাশি মানুষের সেবা করে যাচ্ছেন। যে কারও কোনো বিপদে-আপদে তিনি হাত বাড়ান। পাশে দাঁড়ান। ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করবেন। এলাকার কল্যাণে কাজ করবেন বলে বক্তারা আশা প্রকাশ করে তাঁর উত্তোরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন