‘সালার’ ঝড়েও আয় বাড়ল ডানকির

মুক্তি পেয়েছে বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘ডানকি’। এ বছর শাহরুখ খানের পাঠান ও জওয়ানের মতো সিনেমা আলোচনায় থাকলেও ডানকি ছিল দর্শকদের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে। কারণ, প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন শাহরুখ খান। আর সেই প্রত্যাশা শতভাগ পূরণও করেছেন এই জুটি।

বক্স অফিসেও বেশ ভালো আয় করছে ডানকি। মুক্তির তিন দিনে ভারতে ৭৫ কোটির কাছাকাছি আয় করেছে ডানকি। যদিও এখন বক্স অফিসের সিংহাসনে আসীন প্রভাসের ‘সালার।’

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, তৃতীয় দিন শাহরুখের ডানকি বক্স অফিসে ২৫.৫ কোটি রুপি আয় করেছে।

প্রথম দিন ২৯.২ কোটি এবং দ্বিতীয় দিন ২০.১২ কোটি টাকা আয় করেছে ডানকি। ফলে তিন দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭৪.৮২ কোটি। বিশ্বব্যাপী ১০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে ডানকি।

 

এদিকে একই সঙ্গে মুক্তি পাওয়ায় ডানকির জন্য কঠোরতম প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে প্রভাসের সালার।

সিনেমাটি প্রথম দিনই বিশ্বব্যাপী ১৭৮ কোটির মতো আয় করে নিয়েছে। ভারতে আয় তুলে নিয়েছে ৯৫ কোটি। সালারের দাপটে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে শাহরুখের ডানকি। যদিও শনিবার ডানকির আয় দ্বিতীয় দিনের (শুক্রবার) পরিসংখ্যান থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

তবে বক্স অফিসে প্রত্যাশিত আয় করতে না পারলেও মুক্তির পর দর্শক-অনুরাগীদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পেরেছে ডানকি।

সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় আর সামাজিক মাধ্যমে সমালোচকদের পজিটিভ রিভিউ সেটাই প্রমাণ করছে। হিরানির জাদুতে মুগ্ধ করেছেন শাহরুখ খান, এমনটাই রব উঠেছে চারপাশে।

 

সিনেমা হল থেকে বের হওয়া দর্শক ও সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রেন্ডিংয়ে ডানকি। শাহরুখ-হিরানি জুটির প্রশংসায় পঞ্চমুখ সবাই। ডানকিতে হার্ডি চরিত্রে শাহরুখ খান ছিলেন অনবদ্য। তিনি তাঁর চরিত্রে দারুণ কারিশমা নিয়ে হাজির হয়েছেন। তার কোর্টরুমের সেই দৃশ্যকে চার দশকজুড়ে বিস্তৃত তাঁর ক্যারিয়ারের সেরা দৃশ্য হিসেবেই বিবেচনা করছেন দর্শক-সমালোচকরা। গোটা গল্প নিজের কাঁধে টেনে নিয়ে গেছেন শাহরুখ খান। শাহরুখের সঙ্গী হিসেবে তাপসী পান্নুও ছিলেন দুর্দান্ত। তাঁর পারফরম্যান্সে যে আত্মবিশ্বাস দেখা গেছে, তা মন জয় করেছে ভক্তদের। মনুর চরিত্রটি তাপসী পান্নুর ফিল্মগ্রাফিতে উজ্জ্বল হয়ে উঠবে বলেই মতামত প্রকাশ করছেন সমালোচকরা। বাল্লি এবং বুগু চরিত্রে অনিল গ্রোভার এবং বিক্রম কোচার ক্যারিয়ারসেরা পারফরম্যান্স দেখিয়েছেন। তাদের জাদুকরী উপস্থিতি চলচ্চিত্রটিকে আরো পরিপূর্ণ করেছে। ইমান বোরানিও ছিলেন নিজের চরিত্রে অনবদ্য। অভিনয়ের দিক থেকে ডানকির প্রত্যেকেই ছিলেন অনুকরণীয়। ফলাফল- দর্শক হৃদয়ে তোলপাড় করে গেছে ডানকি। 

সামাজিক মাধ্যমেও একের পর এক পজিটিভ রিভিউ আসতে শুরু করেছে ডানকির। সমালোচক থেকে সাধারণ দর্শক, ডানকির জয়জয়কার সবার মুখে। কারো কারো মতে, এটিই শাহরুখ খানের ক্যারিয়ারসেরা সিনেমা। কেউ বা বলছেন, এই দশকে কালজয়ী সিনেমা হিসেবেই ডানকি থেকে যাবে দর্শকমনে।

রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। এটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন