সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আদালতের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। এক ভারতীয় নাগরিককে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তাঁরা।
আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত আর্থিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ঘটনার সময় প্রথমে উভয় বাংলাদেশি নাগরিক এক ভারতীয় নাগরিককে একটি গাড়িতে করে নিয়ে যান। খালি জমিতে নিয়ে গিয়ে কাপড়ের টুকরা দিয়ে তাঁকে শ্বাসরোধ করে এবং মুখে কীটনাশক ঢেলে হত্যা করেন তাঁরা। অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য তাঁরা লাশ দাফনও করে ফেলেন।
ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সফলভাবে অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তী তদন্তের পর তাঁদের আদালতে পাঠানো হয়, যেখানে তাঁরা দোষী সাব্যস্ত হন। আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিরা সুপ্রিম কোর্টে আপিল করলেও আগের রায় বহাল রাখা হয়। রাজকীয় আদেশ জারির মাধ্যমেও মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত বলে নির্দেশ দেওয়া হয়।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান অঞ্চলে দোষী সাব্যস্ত ওই বাংলাদেশিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন