সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকচাপায় ছেলেসহ নিহত হয়েছেন ডা. তৌহিদুর রশিদ চৌধুরী। এ ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।
নিহত চিকিৎসক তৌহিদুর রশিদ সিলেটের নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের রেজিস্ট্রার ছিলেন। তার ছেলের নাম তানহা চৌধুরী।
তারা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. তৌহিদুর ও তাঁর ছেলে তানহা সিএনজিচালিত অটোরিকশায় করে সুরমা নদীর শাহজালাল সেতু পার হয়ে বাসায় ফিরছিলেন। সেতুর দক্ষিণ পাড়ে হুমায়ুন রশিদ চত্বরের পাশেই একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত চিকিৎসক ও তার ছেলেকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘অটোরিকশায় থাকা ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তানহা চৌধুরী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশাচালকও আহত হয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন