ওমান জুড়ে পুলিশি অভিযান, আরও ৩৬ প্রবাসী গ্রেপ্তার

ওমানে পৃথক ৩টি অভিযানে ৩৬ জন প্রবাসীকে গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির পুলিশ। এই প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি সেই তথ্য জানা না গেলেও তাদের সকলেই এশীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে দক্ষিণ আস সারকিয়ায় ৫ জন, মাস্কাটে ২৮ জন এবং আল উস্তা অঞ্চল থেকে ৩ প্রবাসী গ্রেপ্তার হন।

পুলিশের বরাতে টাইমস অফ ওমানের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আশ শারকিয়্যায় ১৩৫ গ্রাম নিষিদ্ধ ক্রিস্টাল মেথসহ ৫ প্রবাসী এবং মাস্কাটে নৌকায় করে অবৈধভাবে দেশে প্রবেশের সময় কোস্ট গার্ড পুলিশের হাতে আরও ২৮ প্রবাসী ধরা পড়েন। পরে তাদের বহনকারী নৌকাটি জব্দ করে ওই প্রবাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

অপর এক অভিযানে দুখুমের ফিশিং পোর্ট তদারকির সময় অনিবন্ধিত নৌকা ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের জন্য ৩ প্রবাসীকে গ্রেপ্তার দেখায় ওমানের ফিশারিজ কন্ট্রোল বিভাগ। ওই চারটি নৌকার মধ্যে ২টিতে নাম্বার প্লেট ছিলোনা আর অপর দুইটিতে ছিলোনা কোনো নিবন্ধনের কাগজ। পরে নৌকাগুলো জব্দ করে ওই ৩ প্রবাসীকে দুখুম পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন