সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের প্রথম দিনই বিপর্যয়ে ভারতের ব্যাটিং। কাগিসো রাবাদার বোলিং তোপে ২০৮ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট। একাই ৫ উইকেট তুলে নিয়েছেন রাবাদা। বিপর্যয়ের মধ্যে একা লড়াই চালিয়ে গেছেন লোকেশ রাহুল।
৭০ রান করে অপরাজিত তিনি।
টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মাকে শুরুতেই ফেরান রাবাদা। এরপর পরপর ২ উইকেট তুলে নিয়ে ভারতীয়দের ব্যাটিংয়ে ঝাঁকুনিটা দেন অভিষিক্ত নান্দ্রে বার্গার।
যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলকে ফেরান এই পেসার। এরপর ‘রাবাদা শো’। মধ্যবিরতির পর দারুণ এক স্পেলে তুলে নেন ৩ উইকেট। ২৪ রানে প্রথম ৩ উইকেট হারানোর পর বিরাট কোহলি (৩৮) ও শ্রেয়াস আইয়ার (৩১) মিলে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়েছিলেন।
রাবাদা ফেরান দুজনকেই। ভাঙেন তাঁদের ৬৮ রানের জুটি। এরপর রবীচন্দ্রন অশ্বিনকে ও শার্দুল ঠাকুরকেও তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে ১৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন তিনি।
দিনের খেলা শেষ হওয়ার আগেই অবশ্য বৃষ্টিতে খেলা থামাতে হয়েছে ৫৯তম ওভারে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন