শাহরুখকন্যার ‘দ্য আর্চিস’ দেখে যা বললেন মনোজ বাজপেয়ী

নেটফ্লিক্সে গত ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে জোয়া আখতারের প্রত্যাশিত চলচ্চিত্র ‘দ্য আর্চিস’। বলিউডের প্রভাবশালী তারকাদের সন্তানরা প্রথমবারের মতো পর্দায় হাজির হয়েছেন সিনেমাটির মাধ্যমে। তাই মুক্তির আগে থেকেই বেশ আলোচনায় ছিল ‘দ্য আর্চিস’। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে।

তবে বলিউডের কোনো তারকাকে এ নিয়ে বিশেষ কোনো মন্তব্য শোনা যায়নি। হাজার হোক শাহরুখকন্যা, শ্রীদেবীকন্যা, অমিতাভ বচ্চনের নাতিদের ছবি বলে কথা। 

 

তবে ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ‘দ্য আর্চিস’ দেখে জানালেন ছবিটি তাঁর ভালো লাগেনি।

শুধু তা-ই নয়, মনোজ জানিয়েছেন এই ছবি তাঁর মেয়েরও ভালো লাগেনি।

 

মনোজ বাজপেয়ী জানান, তিনি তাঁর মেয়ে আভার জন্যই ‘দ্য আর্চিস’ দেখতে বসেছিলেন। ৫০ মিনিট ছবিটি দেখার পর তিনি তাঁর মেয়ে আভাকে বলেন, তাঁর ছবিটা ভালো লাগছে না। এরপর মনোজ অবাক হন যখন তাঁর মেয়ে আভাও জানান, ছবিটা তাঁরও বিশেষ ভালো লাগেনি।

 

মনোজের কথায়, আর্চিস আসলে তাঁর বেড়ে ওঠার অংশ নয়। তিনি যখন বড় হয়েছেন, তখন মোটু-পাতলু, রাম-বলরাম, এই সব পড়েছেন। তিনি বলেন, ‘আমি আর্চিসের একটা বই পড়েছি, ভেরেনিকা, বেটির কথা মনে আছে। তবে আমার ভালো লাগেনি।’ যদিও কারো অভিনয় নিয়ে কোনো মন্তব্য করেননি মনোজ বাজপেয়ী।

 

এদিকে কিছুদিন আগে ‘দ্য আর্চিস’-এ স্টার কিডদের অভিনয় নিয়ে নেতিবাচক মিমে লাইক করে বসেছিলেন রাবিনা ট্যান্ডন। পরে অবশ্য তিনি সাফাই গেয়ে বলেন, ভুল করে লাইকের টাচ বাটনে হাত পড়ে গিয়েছিল।

‘দ্য আর্চিস’-এ অগস্ত্য, সুহানা, খুশি কাপুর ছাড়াও মূল চরিত্রে দেখা গেছে মিহির আহুজা, ভেদাং রায়না, যুবরাজ মেন্ডা ও অদিতি ডট স্যায়গালকে। এতে সুহানাকে দেখা গেছে ভেরোনিকা লজের চরিত্রে, অগস্ত্য থাকছেন আর্চি অ্যান্ড্রুস হিসেবে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন