২ দাবি না মানলে ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

ভারতের দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ (আরবিআই) মোট তিনটি ব্যাংকের দপ্তরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আরবিআই দপ্তরে পাঠানো একটি ই-মেইলে এই হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট করে জানানো হয়েছে দুটি দাবিও। ই-মেইলে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, দাবি না মানলেই নেওয়া হবে ‘অ্যাকশন’।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাইয়ের সদর দপ্তরে একটি হুমকি ই-মেইল আসে। হুমকিদাতা সেখানে স্পষ্ট করে তাঁর দুটি দাবির কথা জানিয়েছেন। ই-মেইলে লেখা হয়েছে, অবিলম্বে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পদত্যাগ করতে হবে।

সেই সঙ্গে পদত্যাগ করতে হবে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাসকেও।

 

হুমকিতে আরো বলা হয়েছে, সব মিলিয়ে ১১টি বোমা হামলার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবারই ওই হামলা হবে। এমনকি কোথায় কোথায় হামলা হবে তার বিশদও জানিয়েছেন হুমকিদাতা।

সবই মুম্বাইয়ের বিভিন্ন ব্যাংকের দপ্তরে।

 

গণমাধ্যমটি বলেছে, হুমকি ই-মেইলের কথা পুলিশকে জানানোর পরই সতর্ক হয় মুম্বাই পুলিশ। ই-মেইলে লেখা প্রতিটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু প্রত্যেকটি এলাকায় তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি।

যে ই-মেইল আইডি থেকে ওই হুমকি এসেছিল, সেটি হলো ‘খিলাফত ডট ইন্ডিয়া অ্যাট জিমেইল ডট কম’।

আপাতত এই ই-মেইল আইডির নামেই মুম্বাইয়ের এমআরএ মার্গ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

মুম্বই পুলিশ সূত্রে আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বোমা হামলার হুমকি দেওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো রকম হামলা বা বিস্ফোরণের খবর পাওয়া যায়নি।

এদিকে নয়াদিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় একটি বিস্ফোরণ ঘটেছে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। তবে এ ঘটনায় সব কর্মী অক্ষত রয়েছেন। খবর পেয়ে দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে তল্লাশি করে সন্দেহজনক কিছু না পেয়ে চলে গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন