হামাসকে ধ্বংস করতে পারলে গাজায় শান্তি ফিরবে: নেতানিয়াহু

gbn

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ আরো তীব্রতর হতে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘হামাসকে ধ্বংস করতে পারলে গাজায় শান্তি ফিরে আসবে।’ স্থানীয় সময় সোমবার এই মন্তব্য করেন।

নিরলস ইসরায়েলি বেমা হামলা ফিলিস্তিনি ভূখণ্ডকে ধ্বংস করে ফেলেছে।

সংঘর্ষ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়ে গেছে। ইসরায়েল যুদ্ধবিরতির জন্য বিশ্ববাসীর চাপের মুখে পড়েছে। তবে সোমবার রাতে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে নেতানিয়াহুর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

তিনি বলেন, “হামাসকে অবশ্যই ধ্বংস করতে হবে, গাজাকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে এবং ফিলিস্তিনি সমাজকে অবশ্যই মুক্ত করতে হবে।

এগুলো গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য তিনটি পূর্বশর্ত।’

 

তিনি আরো বরেন, ‘নিরস্ত্রীকরণের জন্য এই অঞ্চলের চারদিকে একটি অস্থায়ী নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার প্রয়োজন। অদূর ভবিষ্যতের জন্য ইসরায়েলকে গাজার ওপর নজর রেখে নিরাপত্তা বজায় রাখতে হবে।’ এর আগে গতকাল সোমবার নেতানিয়াহু গাজা পরিদর্শনে গিয়েছিলেন।

সেখান থেকে ফিরে লিকুদ পার্টির একটি সভায় বলেছিলেন, ‘আমরা থামছি না।’  দলের এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আগামী দিনে লড়াই আরো জোরদার করছি।’

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন