‘আশিকি ৩’-এ জুটি বাঁধছেন কার্তিক-তৃপ্তি দিমরি

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’-এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। তবে সিনেমাটির কলাকুশলী এখনো নির্ধারিত হয়নি। তবে মুল ভূমিকায় থাকছেন কার্তিক আরিয়ান, তা অনেকাংশেই নিশ্চিত ছিল। এবার শোনা যাচ্ছে, ‘আশিকি ৩’-এ কার্তিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বর্তমান সময়ের নতুন ক্রাশ তৃপ্তি দিমরি।

 

বিনোদন মাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘তৃপ্তি অ্যানিমেলের ঐতিহাসিক সাফল্যের পর ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছেন এবং নির্মাতারা মনে করছেন যে তিনি কার্তিক আরিয়ানের সাথে পর্দায় দারুণ কাজ দেখাবেন। তৃপ্তির সঙ্গে কথোপকথন বেশ কিছুদিন ধরে চলছে এবং নির্মাতারা এখন তাকে নারী প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ করতে যাচ্ছেন।’

1

তৃপ্তি দিমরি

জানা গেছে, ‘টি-সিরিজ’ এবং ‘ভিশেষ ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত হবে ‘আশিকি ৩’ সিনেমাটি। ১৯৯০ সালে রাহুল রায় এবং অনু আগারওয়াল অভিনীত ‘আশিকি’ সেই সময়ে দারুণ ঝড় তোলে বলিউডে।

চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট সিনেমাটি পরিচালনা করেছিলেন। ফ্র্যাঞ্চাইজিটি ২০১৩ সালে ‘আশিকি ২’-এর মাধ্যমে আবারো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। মোহিত সুরি পরিচালিত এবং শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর অভিনীত ‘আশিকি ২’ সেই বছরের সর্বোচ্চ আয়কৃত সিনেমার তালিকায় থাকার পাশাপাশি সিনেমাটির সংগীতে আচ্ছন্ন হয়ে পড়েছিল গোটা বলিউড। এবার আশিকি ৩ পরিচালনা করতে যাচ্ছেন পরিচালক অনুরাগ বসু।

 

এর আগে ‘আশিকি ৩’-এ চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে কার্তিক আরিয়ান পিঙ্কভিলাকে বলেছিলেন, “কালজয়ী ক্লাসিক ‘আশিকি’ এমন একটি সিনেমা যা দেখে আমি বড় হয়েছি এবং ‘আশিকি ৩’-এ কাজ করাটা আমার স্বপ্ন সত্যি হওয়ার মত। ভূষণ কুমার ও মুকেশ ভাটের সঙ্গে কাজ করার এই সুযোগের জন্য আমি কিন্তু কৃতজ্ঞতাবোধ করছি। আমি অনুরাগ বসুর কাজের একজন বড় অনুরাগী ছিলাম এবং তাঁর সঙ্গে কাজ করাটা আমার জন্য গর্বের হবে।”

কার্তিক আরিয়ানকে সর্বশেষ দেখা গেছে কিয়ারা আদভানির সঙ্গে সত্যপ্রেম কি কথা’তে। সামনে আশিকি ৩ ছাড়াও অভিনেতার হাতে রয়েছে আনিস বাজমীর পরিচালনায় ‘ভুল ভুলাইয়া ৩’, যা আগামী বছর দীপাবলিতে মুক্তি পেতে পারে।

অপরদিকে তৃপ্তি দিমরিকে সর্বশেষ দেখা গেছে অ্যানিমেল-এ। সামনে সিনেমাটির দ্বিতীয় কিস্তিতেও দেখা মিলবে অভিনেত্রীর। এছাড়াও বর্তমানে একাধিক প্রকল্প হাতে রয়েছে তাঁর।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন