অর্থদণ্ড পেয়েও দমছেন না আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। নির্বাচন কমিশনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতীক বরাদ্ধ পাওয়ার আগেই তিনি নেমে গেছেন আনুষ্ঠানিক প্রচারণায়। মুহিব তাঁর পছন্দের প্রতীক ‘ট্রাক’ নিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারণা ও গণসংযোগ। এমনকি তার পক্ষে চলছে মাইকিং!
জানা গেছে, প্রতীক পাওয়ার আগেই প্রতীকসম্বলিত ব্যানার-পোস্টার ছাপিয়ে সেগুলো বিভিন্ন স্থানে টানিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দায়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে মুহিবকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু এরপরও দমছেন না তিনি। বুধবার (২৭ ডিসেম্বর) তার পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে। তিনি নিজেও করেছেন গণসংযোগ। সেটি তিনি তাঁর ফেসবুক আইডিতে প্রচারও করেছেন।
জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল পর্যন্ত মুহিবুর রহমানকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।
প্রতীক বরাদ্দ না পাওয়ার আগে আনুষ্ঠানিক প্রচারণায় ইসির বারণ থাকলেও ‘ট্রাক’ প্রতীকের পোস্টার ছাপিয়ে প্রচারণা চালানো হচ্ছে মুহিবের পক্ষে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি বিশ্বনাথের বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ ও প্রচারণা করেছেন। তবে এ ব্যপারে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র জানায়, হাইকোর্ট মুহিবের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিলেও সেটি লিখিত আকারে এখনো জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছেনি। ফলে তাঁর আনুষ্ঠানিক প্রচারণায় নামার সুযোগ এখনো নেই।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বুধবার বিকালে সিলেটভিউ-কে বলেন- ওই প্রার্থীকে (মুহিব) এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। ফলে এখনো তার আনুষ্ঠানিক প্রচারণার সুযোগ নেই। প্রতীক বরাদ্দের আগেই প্রচার-প্রচারণার বিষয়ে তদন্ত করে দেখা হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন