ইসরায়েলি গণমাধ্যমগুলো একটি রাজনৈতিক সংকটের কথা প্রকাশ করেছে, যা ইসরায়েলি সরকারকে নাড়া দিতে পারে। ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার কিছু কর্মকর্তার চাকরির মেয়াদ বাড়ানো এবং অন্যদের বরখাস্ত করার পরিকল্পনার কারণে এ সংকট তৈরি হয়েছে। লন্ডনভিত্তিক মিডল ইস্ট মনিটর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হিব্রু ওয়েবসাইট স্রুগিমের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মন্ত্রিপরিষদের সদস্য বেনি গ্যান্টজের নেতৃত্বে থাকা রাজনৈতিক দল একটি চুক্তি নিয়ে বুধবার সন্ধ্যায় প্রচারিত কিছু প্রতিবেদন অস্বীকার করেছে।
প্রতিবেদনগুলো ছিল দেশটির পুলিশ প্রধান কোবি শাবতাইয়ের মেয়াদ বাড়ানো এবং জেল পরিষেবা কমিশনার কেটি পেরিকে বরখাস্ত করার বিষয়ে।
অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গ্যান্টজের দলের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তাঁরা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতিস্থাপনের অনুমতি দেবেন না। পাশাপাশি তাঁরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বেন-গভিরের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করার দাবি জানিয়েছেন। জরুরি সরকার গঠন চুক্তির অধীনে সব রাজনৈতিক নিয়োগ বিলম্বিত এবং যুদ্ধের পর পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের তাদের পদে বহাল থাকার কথা রয়েছে।
মিডল ইস্ট মনিটর অনুসারে, ইসরায়েলি কর্মকর্তারা যুক্তি দিয়েছেন, যুদ্ধের সময় জ্যেষ্ঠ কর্মকর্তাদের, বিশেষ করে নিরাপত্তা সংস্থার প্রধানদের প্রতিস্থাপন করা রাষ্ট্রের কাজের ক্ষতি করে। তাঁরা আশা করেছিলেন, নেতানিয়াহু রাষ্ট্রীয় নিরাপত্তার এই ক্ষতি রোধ করবেন এবং নির্বাচনী প্রচারণার প্রেক্ষাপটে রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেবেন না।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন