শারজায় গুরবাজ ঝড়

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। শারজাহতে স্বাগতিকদের প্রথম টি-টোয়েন্টিতে করেছেন বিস্ফোরক সেঞ্চুরি। মাত্র ৫২ বলে খেলেছেন ১০০ রানের সাইক্লোণ ইনিংস। স্ট্রাইকরেট ১৯২.৩০।

৭টি ছক্কা এবং সমান ৭টি চারে সেঞ্চুরিটি সাজিয়েছেন গুরবাজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর প্রথম তিন অংকের জাদুকরী স্কোর।

 

গুরবাজের বিধংসী শতরানে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৩ রানের পাহাড় গড়ে আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে আয়ান আফজাল খানের বলে আউট হন হজরতউল্লাহ জাজাই।

এরপর অধিনায়ক ইব্রাহিম জাদরানের সঙ্গে শতরানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে আফগানিস্তানকে বড় স্কোরের পথ তৈরি করে দেন গুরবাজই। দ্বিতীয় উইকেটে গুরবাজ ও ইব্রাহিম মিলে যোগ করেছেন ১৩৭ রান।

 

ব্যাটে ঝড় তুলেছিলেন ইব্রাহিম জাদরানও। ৪টি চার এবং ২টি ছক্কায় ৪৯ বলে ৫৯ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন আফগান অধিনায়ক।

ইনিংসের এক বল বাকী থাকতে আউট হয়েছেন ইব্রাহিম জাদরান। ১টি ছক্কা এবং ২টি চারে ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন আজমতউল্লাহ উমরজাই।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন