শেষ হতে চলেছে ২০২৩ সাল। প্রতিবছরের ন্যায় এ বছরও বিনোদন অঙ্গনে এসেছে অসংখ্য দর্শকপ্রিয় কাজ, যা সাড়া ফেলেছে বিনোদনপ্রেমীদের মাঝে। পরিচিত ও প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি অনেক নতুন তারকাও নিজেদের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন এ বছর। নিজেদের কাজের মাধ্যমে জানান দিয়েছেন, আগামীতে তাদের প্রতিও বিশেষ নজর রাখতেই হবে।
কারণ আগামীর মঞ্চে তারাই রাজত্ব করতে চলেছেন। এ বছর দ্যুতি ছড়ানো হলিউড-বলিউডের এমন কিছু তারকাকে নিয়েই আজকের এই প্রতিবেদন যারা আগামী বছরও নিজেদের অভিনয়ের দ্যুতি ছড়াতে যাচ্ছেন।
হলিউডে দ্যুতি ছড়িয়েছেন যারা -
টিমোথি চালামেট : বছরের শেষভাগে মুক্তি পায় টিমোথির প্রত্যাশিত চলচ্চিত্র ‘ওয়ানকা।’ সিনেমাটি বক্স অফিসেও ভাল সাড়া পেয়েছে।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডুন’ দিয়েই সর্বাধিক আলোচনায় আসেন এই অভিনেতা। আগামী বছর তাকে দেখা যাবে ডুন-এর দ্বিতীয় কিস্তিতে। হলিউডে সামনের বছরগুলোতে প্রথম সারির একজন অভিনেতা হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করতে চলেছেন টিমোথি তা আর বলার অপেক্ষা রাখে না।
হল বেইলি
হল বেইলি : মার্কিন অভিনেত্রী ও গায়িকা হল বেইলি এ বছর ডিজনির রোমান্টিক ফ্যান্টাসি মিউজিক্যাল ফিল্ম ‘দ্য লিটল মারমেইড’-এ এরিয়েলের ভূমিকার জন্য সর্বাধিক আলোচনায় উঠে আসেন।
অভিনয়ের পাশাপাশি গানের জগতেও খ্যাতির চূড়ায় হল বেইলি। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত পাঁচটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন তিনি। আগামীতে বিয়ন্সের জায়গায় তাকেই দেখতে পাচ্ছে অনুরাগীরা। হলিউডেও নিজের শক্তিশালী অবস্থান গড়তে চলেছেন বেইলি।
বেলা রামসে
বেলা রামসে : সর্বকালের সেরা টিভি সিরিজ খ্যাত গেম অফ থ্রোনস দিয়ে দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী বেলা রামসে।
তবে এ বছরটা তাঁর ক্যারিয়ারের মোড় নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লাস্ট অফ আস’ সিরিজটি দিয়ে এখন খ্যাতির চূড়ায় এই অভিনেত্রী। সিরিজটির দ্বিতীয় সিজন আসছে। এই মুহূর্তে বেশ কিছু টিভি সিরিজ ও চলচ্চিত্রের প্রস্তাব রয়েছে বেলার হাতে। আগামীতে হলিউডের অন্যতম এক আইকন হতে চলেছেন বেলা, সেটা অনুমান করাই যাচ্ছে।
ক্যাথরিন নিউটন
ক্যাথরিন নিউটন : ২৬ বছর বয়সে বড় পর্দায় আত্মপ্রকাশ করার পরে, ক্যাথরিন নিউটনকে একজন আগামীর উঠতি তারকাদের একজন হিসাবে বিবেচনা করা হচ্ছে। আগামীতে হলিউড শাসন করার জন্য প্রস্তুত ক্যাথরিন নিউটন। ‘ক্যাসি ল্যাং’ অভিনেত্রী ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া’তে অভিনয় করে এ বছর খ্যাতির চূড়ায় পৌঁছেছেন। ভবিষ্যতে মার্ভেলের একজন গুরুত্বপূর্ণ অভিনেত্রী হতে চলেছেন ক্যাথরিন তা বলাই বাহুল্য।
জেরেমি পোপ
জেরেমি পোপ : ড্রামা ফিল্মে সেরা অভিনেতার জন্য ২০২৩ সালের গোল্ডেন গ্লোব মনোনয়নের মাধ্যমে জেরেমি পোপের ক্যারিয়ার একটি নতুন মোড় নিয়েছে। এ২৪-এর ‘দ্য ইন্সপেকশন’ ও নেটফ্লিক্সে রায়ান মারফির ‘হলিউড’ দিয়ে জনপ্রিয়তা পান জেরেমি। দর্শক হৃদয় জয় করা এই মার্কিন অভিনেতা ও গায়ক ইতোমধ্যে টনি, এমি, গ্র্যামি এবং গোল্ডেন গ্লোব মনোনীত একজন অভিনেতা। আগামীতে জেরেমি পোপ বেশ শক্ত জায়গা তৈরি করতে যাচ্ছে হলিউডে।
এছাড়াও এ বছর ‘দ্য আইডল’ টিভি সিরিজ দিয়ে বেশ আলোচনায় ছিলেন জনি ডেপের কন্যা লিলি রোজ ডেপ। অভিনয়ের পাশাপাশি তিনি একজন ফ্যাশন মডেলও। নতুনদের তালিকায় অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন ‘দ্য আইডল’-এর আরেক অভিনেত্রী রাচেল সেনট। ‘শিভা বেবি’ এবং ‘বডিস বডিস বডিস’ দিয়ে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সামনে তাঁর হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। এ বছর আরো নজর কেড়েছেন শীলা আতিম। ‘দ্য ওমেন কিং’ এবং ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’-এ দেখা গেছে তাকে। মার্ভেলের আগামী দিনের একজন গুরুত্বপূর্ণ অভিনেত্রী হতে চলেছেন তিনি তা অনুমান করাই যায়। এছাড়াও অস্কারজয়ী চলচ্চিত্র ‘এভরিথিং এভরিহয়্যার অল এট ওয়ানস’ এর অভিনেত্রী স্টেফানি হু এ বছর ‘পোকার ফেস’ ও ‘আমেরিকান বর্ন চাইনিজ’ দিয়ে বেশ আলোচনায় ছিলেন। আগামীতেও তিনিও হলিউডের উঠতি তারকা হিসেবে বড় প্রতিদ্বন্দ্বিতা করবেন নিঃসন্দেহে।
বলিউডে দ্যুতি ছড়িয়েছেন যারা -
বাবিল খান
বাবিল খান : প্রয়াত গুণী অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান গত বছর ‘কালা’ দিয়ে বলিউডে অভিষেক করেন। বাবার মতোই অভিনয়শৈলী দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন বাবিল। এ বছর আলোচিত সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’ দিয়েও সাড়া ফেলে দেন বাবিল। সিরিজে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। বলিউডের উঠতি তারকাদের পাইপলাইনে বাবিল খান যে অন্যতম একজন হতে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
ওয়ামিকা গাব্বী
ওয়ামিকা গাব্বী : এ বছর ‘জুবিলি’ সিরিজের পরই রাতারাতি হিট হয়ে যান বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বী। এরপর নিজের অভিনয় আর উষ্ণতার পারদ ছড়ান ‘খুফিয়া’তে। বছরের অন্যতম পাওয়ারফুল পারফরম্যান্স দিয়েছেন এই অভিনেত্রী। নিয়মিত ভারতীয় সিরিজে দেখা যায় অভিনেত্রীকে। সামনে ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলির সিনেমায় ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
রিধি ডোগরা
রিধি ডোগরা : ভারতের অন্যতম জনপ্রিয় টিভি সিরিজ ‘অসুর’ দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী রিধি ডোগরা। এ বছরও অসুর-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে। এছাড়া কমার্শিয়াল চলচ্চিত্র ‘জওয়ান’ ও টাইগার ৩’ দিয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। আগামী দিনে বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম একজন হতে যাচ্ছেন রিধি, তা অনুমান করাই যায়।
সুহানা খান
সুহানা খান : বলিউডের তারকা সন্তানদের অভিষেক নিয়ে বরাবরই চর্চা থাকে। এ বছর বেশ কয়েকজন স্টারকিড বলিউড অঙ্গনে পা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম শাহরুখ খানের কন্যা সুহানা খান। জোয়া আখতারের দ্য আর্চিস- এর মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সুহানার। এজন্য বছরের শুরু থেকেই আলোচনায় ছিলেন তিনি। এছাড়াও পর্দায় অভিষেকের আগেই নামিদামি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়েও বেশ চর্চায় ছিলেন সুহানা। বাবার মতোই আগামীতে পর্দায় নিজের আধিপত্য রাখতে চলেছেন সুহানা, সে অনুমেয়।
তৃপ্তি দিমরি
তৃপ্তি দিমরি : কালা’র মতো চলচ্চিত্র দিয়ে আলোচনায় এলেও এ বছর অ্যানিমেল-এ অভিনয় করে তুমুল চর্চায় ছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। নিজের চিরাচরিত ইমেজ ভেঙে অ্যানিমেলে বেশ খোলামেলাভাবেই হাজির হয়েছেন তিনি। অ্যানিমেলের ঐতিহাসিক সাফল্যের পর ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছেন তৃপ্তি। বর্তমানে তাকে ভারতের জাতীয় ক্রাশ বলেও ডাকা হচ্ছে। অ্যানিমেল দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া তৃপ্তিকে ইতোমধ্যেই ‘আশিকি ৩’তে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। আগামীতে বলিউডে নিজের আধিপত্য বিস্তার করবেন তৃপ্তি, তা অনুমান করাই যাচ্ছে।
ভুবন অরোরা
ভুবন অরোরা : বছরের সবচেয়ে আলোচিত ও সফল সিরিজ ‘ফারজি’-তে শাহিদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করে ভুবন অরোরা উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন এ বছর। ফারজি’র ব্যাপক সাফল্য ভুবন অরোরাকে স্পটলাইটে এনেছে। অভিনয়েও দ্যুতি ছড়িয়েছেন ভুবন। একজন উঠতি তারকা হিসেবে বেশ প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আগামীতে।
বরুণ সোবতি
বরুণ সোবতি : এ বছর অসুরের দ্বিতীয় সিজন দিয়ে নতুন করে আলোচনায় উঠে আসেন বরুণ। এর আগেও অসুরের প্রথম সিজনে নজর কেড়েছিলেন এই অভিনেতা। অসুর ছাড়াও এ বছর ‘কোহরা’ দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন বরুণ। আগামীতে বেশ কিছু প্রজেক্টে দেখা যাবে এই অভিনেতাকে।
এছাড়াও এ বছর বলিউডে অভিষেক হয়েছে শাহরুখ খান কন্যা সুহানা খানের। নিজের প্রথম চলচ্চিত্র ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে পা রেখেছন সুহানা। তাঁর অভিনয় নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আগামী দিনে তিনি বলিউডে শক্ত অবস্থান রাখতে যাচ্ছেন তা বলাই বাহুল্য। নতুনদের তালিকায় আরো রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। তিনিও ‘দ্য আর্চিস’ দিয়েই আত্মপ্রকাশ করেছেন। সালমান খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রিও পর্দায় নিজের অভিষেক ঘটিয়েছেন ‘ফ্যারে’র মাধ্যমে। এছাড়াও শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি, বণি কাপুর ও শ্রীদেবি কন্যা খুশি কাপুর, আভনিত কৌরসহ এক ঝাঁক নতুন তারকার অভিষেক ঘটেছে বলিউডের পর্দায় যারা এ বছর দর্শকদের নজর কেড়েছেন এবং আগামীতেও বেশ শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন