ওমানের শ্রম আইন লঙ্ঘনের দায়ে দেশটির শ্রম মন্ত্রণালয়ের যৌথ পরিদর্শন দল শহরের বাসাবাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) টাইমস অফ ওমানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমানের আল দাখিলিয়া গভর্নরেটে একাধিক বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত বাসাবাড়ি পরিদর্শন এবং স্বাস্থ্য ও নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে রয়্যাল ওমান পুলিশের সহযোগিতায় বাহলার উইলায়াতেও এ অভিযান চালানো হয়।
মন্ত্রণালয় আরও বলেছেন যে, “যারা শ্রম আইনের বিধান লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে আগামী পহেলা জানুয়ারী থেকে অভিযান চালু হওয়ার খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছেই। তবে বিশেষভাবে সময় নির্দিষ্ট করে কোনো অভিযানের ব্যাপকতা বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলেই জানা গেছে। মূলত প্রবাসীদের কর্মস্থলে তদারকি বাড়াতে গত ১১ ডিসেম্বর শ্রম মন্ত্রণালয় ও সিকিউরিটি এন্ড সেফটি কর্পোরেশন একটি যৌথ ইউনিট গঠনের চুক্তি করে। এই ঘটনার পর থেকেই প্রবাসী কমিউনিটিতে বাড়তে থাকে উদ্বেগ।
এ বিষয়ে কমিউনিটির প্রবীণ নেতারা বলছেন, বহুবার ওমান সরকার অভিযানের পরিধি বাড়ালেও তাতে প্রবাসীদের খুব বেশি বেগ পেতে হয়নি। বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়নি। তবে বাঙালিদের ওমানি আইনের প্রতি শ্রদ্ধা করার প্রবণতা খুবই কম। এজন্যই অনেকে ঝামেলায় পড়েন। বড় বিপদ আসার সম্ভাবনা না থাকলেও সবাইকে যতদ্রুত সম্ভব বৈধ কাজ খুঁজে নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন