ব্রিটেনে রাফ স্লিপারদের নিগ্রহের জীবন

gbn

এই মহিলার নাম ইভ মঙ্কস। ব্ল্যাকপুল সমুদ্র সৈকতের নর্থ পিয়ারের নীচে গত বছর কয়েক মাস রাত্রী যাপন করতে হয়েছে তাঁর। কারণ অসুস্থ হয়ে পড়ায় তিনি তাঁর চাকুরী হারান। ঘর ভাড়া দিতে না পারায় তাঁকে বের করে দেয় বাড়ির মালিক।

৩৮ বছর বয়সের এই নারী নিজেকে যতটুকু লুকিয়ে রাখতে চেয়েছিলেন, ততোটুকু পারেননি। অপরিচিত এক লোক তাঁকে এখানে বিশ্রামরত অবস্থায় পেয়ে ধর্ষণ করে।

ইভ তাঁর এই ধর্ষণের ঘটনা পুলিসে রিপোর্ট করেননি। কারণ ধর্ষণকারীর কোনো তথ্য ও বিবরণ তাঁর কাছে ছিলনা। চ্যারিটি সংস্থা ‘ক্রাইসিস’ জানিয়েছে, রাফ স্লিপারদের নিয়মিতভাবে এভাবে হামলার শিকার হতে হচ্ছে।

কিশোর বয়সে মায়ের সাথে বনিবনা না হওয়ায় ঘর ছাড়েন জন ক্যাম্পবেল। নিউক্যাসেলের এই বাসিন্দা গত এক দশক উন্মুক্ত স্থানে জীবনযাপন করেন। সমাজের কিছু মানুষ তাঁকে মারধর করেছে; রাত্রিযাপনের জন্য তিনি যে তাঁবু ব্যবহার করেন, পৃথক ঘটনায় তাঁর দুটি তাঁবু পুড়িয়ে দিয়েছে কে বা কারা। একটি পুড়িয়ে দেয়া হয় তাঁর অনুপস্থিতিতে আর দ্বিতীয় ঘটনায় তিনি তাঁবুর ভেতরে ঘুমিয়েছিলেন। আগুণের উত্তাপ অনুভব করে তিনি জেগে ওঠেন।

৩০ বছর বয়স্ক জন ক্যাম্পবেল গত দুই বছর যাবত নিজের ফ্ল্যাটে বসবাস করছেন। জনের মতো যারা হোমলেস হয়ে উন্মুক্ত স্থানে জীবনযাপন করেন, তাঁরা অনেকেই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। জনের উপর প্রস্রাব করে চলে গেছে কেউ কেউ; তাঁকে মেরে মুখ ভেঙ্গে দেয়া হয়েছে।

ইভ মঙ্কসের সাহায্যে এগিয়ে এসেছে চ্যারিটি সংস্থা সেল্ভেশন আর্মি। তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পাশে দাঁড়িয়েছে এই সংস্থা

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন