ক্যালিফোর্নিয়ার ১২ কংগ্রেসনাল ডিক্টিক ডেমোক্রাট প্রাইমারী নির্বাচন ৬ মার্চ ড.আব্দুর সিকদার প্রার্থী হলেন

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র কংগ্রেসের ক্যালিফোর্নিয়া রাজ্যের ১২ কংগ্রেসম্যান ডিক্টিক এর ডেমোক্রাট প্রাইমারী অনুষ্ঠিত হবে মঙ্গলবার  ৫ই মার্চ ২০২৪ ।উক্ত প্রাইমারী নির্বাচনে বাংলাদেশের বাঙালি ড.আব্দুর সিকদার অংশ নিবেন ।  উল্লেখ্য ইউএস কংগ্রেওম্যান বারবারা লি ১২ কংগ্রেসম্যান প্রতিনিধি থেকে পদত্যাগ করেছেন। নভেম্বরে অনুষ্ঠিত ইউএস সিনেট নির্বাচনে অংশ নিবেন । এ কারণে ক্যালিফোর্নিয়ার ১২ কংগ্রেসনাল ডিক্টিক সিট খালি হওয়ায় ১০ থেকে ১৫ জন প্রাইমারীতে অংশ নিতে পারেন বলে জানা গেছে। এ আসনে অংশগ্রহণ  করবেন বাংলাদেশের বরিশাল বিভাগে জন্ম নেওয়া অত্যন্ত মেধাবী ড. আব্দুর সিকদার যিনি দীর্ঘদিন যাবত ডেমোক্রাট পার্টিতে স্বস্ত্রীক কাজ করে যাচ্ছেন নিয়মিত দীর্ঘ দিন যাবত । ড. আব্দুর সিকদার ১৯৮৩ সালে বরিশালের একটি স্কুল থেকে এসএসসি, ১৯৮৫ সালে বরিশালের বিএম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি উচ্চ শিক্ষার জন্য সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পড়াশুনা করেছেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হলে এখানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি স্ত্রী, দুই তনয়া ও এক তনয় নিয়ে ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন যাবত বসবাস করছেন। ক্যালিফোর্নিয়ার ১২ কংগ্রেসনাল ডিক্টিক এর মধ্যে ৪৩.৫ ভাগ সাদা, ৩১.৯ ভাগ এশিয়ান, ১৪.৩ ভাগ হিম্পানিক, ৫.৪ ভাগ কালো এবং ২ ভাগ অন্যান্য ভোটার রয়েছে। ড. আব্দুর সিকদার প্রবাসের সকল বাঙালিদের সহযোগীতা কামনা করেছেন। উক্ত এলাকায় প্রথম বাঙালি মূলধারার রাজনীতিবিদ হিসেবে ড. আব্দুর সিকদার ডেমোক্রাট প্রাইমারীতে অংশগ্রহণ করছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন