ভারত-রাশিয়া সম্পর্ককে দ্বিপক্ষীয় কূটনীতি, রাজনীতি কিংবা অর্থনীতি দিয়ে মাপা যাবে না। কারণ, তা আরো অনেক গভীরে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে ভারত বিশেষজ্ঞদের সামনে এ কথা বলেন জয়শঙ্কর।
এই বক্তৃতার পাশাপাশি শহরে অবস্থিত রবীন্দ্রনাথের নামের একটি স্কুলে গিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানান তিনি।
নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘এখানে ভারত নিয়ে আবেগ নাড়িয়ে দেওয়ার মতো। নিজের চোখেই দেখুন আপনারা। রবীন্দ্রনাথের নামাঙ্কিত স্কুলে গিয়ে আমি খুবই আনন্দিত।’
ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্র-ছাত্রীরা ভারতীয় এবং রাশিয়ান পোশাকে সজ্জিত হয়ে তাঁকে অভ্যর্থনা জানাচ্ছেন।
স্কুলে রাখা রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পরিয়ে সম্মান জানান জয়শঙ্কর।
বিশ্ববিদ্যালয়ের আলোচনায় জয়শঙ্কর বলেন, ‘ভারত এবং রাশিয়ার সম্পর্ক কেবলমাত্র রাজনীতি, কূটনীতি কিংবা অর্থনীতির বিষয় নয়। তার থেকেও গভীরতর কিছু। বর্তমান বিশ্বের ভূকৌশলগত পরিস্থিতির সাপেক্ষে আমাদের দুই দেশের উচিত পরস্পরকে বোঝা।
এটা খুবই জরুরি।’
জয়শঙ্কর আরো বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক এখন ভারতের বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে তৈরি হওয়া উচিত। আপনারা ভারতের দিকে তাকান। আমাদের অর্থনীতি চার ট্রিলিয়ন ডলার ছুঁতে চলেছে। আগামী ২৫ বছরের মধ্যে আমরা উন্নত দেশ হওয়ার চেষ্টা করছি।
’
পশ্চিমকে বার্তা দিয়ে জয়শঙ্করের মন্তব্য, ‘আজ আমরা বহুমেরু বিশ্বের কথা বলে থাকি। তাই গোটা বিশ্বের নতুন করে ভারসাম্য তৈরি হওয়া প্রয়োজন। কয়েকটি দেশ, সমাজ এবং ঐতিহ্যই এখানে রাজত্ব করবে, এমনটা তো চলতে পারে না।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন