ইংল্যান্ডে কোভিড ও ফ্লু’র সংক্রমণ এখনও বাড়ছে। এনএইচএস ইংল্যান্ড থেকে প্রকাশিত নতুন উপাত্ত বলছে, গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৯৪২ জন ফ্লু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। গত মাসের শেষ দিকের এই সংখ্যা ছিল ১৫০ এর কিছু বেশী। হাসপাতালে ভর্তি কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা গত সপ্তাহে ছিল ৩ হাজার ৬২০। এক মাস আগে এই সংখ্যা ছিল প্রায় ২ হাজার ২শ। নোরা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালে।
ইস্ট লন্ডনের ইলফোরডে অবস্থিত ফুলওয়েল ক্রস মেডিক্যাল সেন্টারের শুক্রবার সকালে একের পর এক টেলিফোন কল আসছিল। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। গত কয়েক সপ্তাহে দেশের অন্য যে কোনো স্থানের তুলনায় লন্ডনে সবচেয়ে বেশী মানুষ আক্রান্ত হয়েছে কোভিড, ফ্লু এবং নোরা ভাইরাসে।
কিন্তু লন্ডনে আক্রান্তের সংখ্যা বেশী হলেও কোভিড ও ফ্লু’র ভ্যাক্সিন গ্রহণের দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে লন্ডনের বাসিন্দারা। তবে অনেকই ভ্যাক্সিন নিচ্ছেন এবং অন্যদেরও ভ্যাক্সিন নিতে উৎসাহিত করছেন।
ক্রিসমাসের আগের সপ্তাহে লন্ডনের হাসপাতালগুলোতে প্রায় ৭শ কোভিড রোগী ভর্তি ছিলেন। আর ২২০ জন রোগী ছিলেন ফ্লুতে আক্রান্ত। ক্রিসমাসের ছুটির মৌসুম এবং শীত মৌসুমের এমনিতেই হাসপাতালে রোগী বেশী থাকে। উপরন্তু ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জুনিয়র ডাক্তারদের টানা ছয় দিনের ধর্মঘট।
প্রতিদিন সকালে টেলিফোনে রোগীদের অপেক্ষার সময় কমিয়ে আনতে ফুলওয়েল ক্রস মেডিক্যাল সেন্টার নতুন একটি পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে অনলাইনে রোগীরা এপয়েনটমেনট বুক করতে পারেন। এর মাধ্যমে শীত মৌসুমের ব্যস্ত এই সময়ে জিপি প্র্যাকটিসের কর্মীদের ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন