বিশেষ প্রতনিধি: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা হয়েছে। গত ১৬ ডিসেম্বর রোববার রাতে এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের জন্য ভোট চাইতেই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইয়ামিন রশীদের সভাপতিত্বে এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ ও হুমায়ূন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার (শাহীন-মইনুল) সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান শেফাজ। সভায় মন্ত্রী ড. মোমেনের বড় ভাই, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি শেলী মুবদি সহ এসোসিয়েশনের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবুল মোমিত ফুয়াদ, অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম, এমাদ চৌধুরী, সৈয়দ ফজলুর রহমান, আব্দুল মালেক খান (লায়েক), মইনুজ্জামান চৌধুরী, গোলাম রব্বানী খান, মঞ্জুর চৌধুরী, দুরুদ মিয়া রনেল, হাসনাত প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আবারো নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন আজ সারাবিশ্বের কাছে বিস্ময় ও রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বড় বড় মেগা প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। উন্নয়নের সেই পথ ধরে সিলেটেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। যার পিছনে মূল ভূমিকা পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
বক্তারা উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে উল্লেখ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন