প্রকাশ্যে ‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার

গত ২০ ডিসেম্বর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ঘোষণা দিয়েছিলেন, ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে তাঁর  ‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। নির্মাতার সেই কথামতোই আজ সন্ধ্যায় প্রকাশিত হলো সিনেমার পোস্টার। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা শরিফুল রাজকে। হালকা ছাই বর্ণের এক হুডিতে ধরা দিলেন রাজ।

পোস্টারে রাজের তিনটি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।

 

পোস্টারটি শেয়ার করে নির্মাতা রাজ লিখেছেন, সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা ‘ওমর’।

ছোট পর্দায় নিয়মিত হলেও নির্দিষ্ট বিরতি নিয়ে বড় পর্দায় ভালোই চমক দেখান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো তাহসান-শ্রাবন্তীকে নিয়ে আলোচিত সিনেমা ‘যদি একদিন’। এরপর চলতি বছরের আগস্টে ‘ওমর’ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এই নির্মাতা। এই সিনেমা দিয়েই ৫ বছর পর নতুন ছবি নির্মাণ করেছেন তিনি।

 

‘ওমর’ সিনেমায় নাম ভূমিকার থাকছেন শরিফুল রাজ।

আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকী, আবু হুরায়রা তানভীর প্রমুখ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ছবির চিত্রায়নে আছেন রাজু রাজ। সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ ও স্যাভি (কলকাতা)। এটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশনস।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন