ইসরায়েলি সরকার রবিবার দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের অনুমোদন দিয়েছে। বর্তমান জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ সংসদীয় অনুমোদন সাপেক্ষে মন্ত্রী পর্যায়ের আবর্তনের অংশ হিসেবে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে পদ অদলবদল করবেন। এটি পূর্ব-পরিকল্পিত রদবদল বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার এলি কোহেনকে জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর পদে এবং ইসরায়েল কাটজকে পররাষ্ট্রমন্ত্রীর পদে নিয়োগের অনুমোদন দিয়েছে।
এ ছাড়া কোহেন নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন। তবে এই সরকারি সিদ্ধান্তে সংসদীয় অনুমোদন প্রয়োজন।
ইসরায়েল ও গাজা উপত্যকার হামাস শাসকদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার দুই মাসেরও বেশি সময় পর এই রদবদল হলো। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের অভূতপূর্ব আক্রমণের ফলে যুদ্ধ শুরু হয়।
রবিবার ইসরায়েলি রেডিওতে একটি সাক্ষাত্কারে কোহেন হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য ‘সরকারের দায়ভার বহন করে’ বলে স্বীকার করে বলেছেন, যুদ্ধের শেষে তদন্তের একটি স্বাধীন কমিশন গঠন করা উচিত।
ইসরায়েলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুযায়ী, হামাসের হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ১৪০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে ৭ অক্টোবরের হামলার পর গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে নিরলস সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, আক্রমণে ২১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
কোহেন গত বছর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। কয়েক দশকের বৈরিতার পর ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে কোহেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২০ সালের মাঝামাঝি ইসরায়েল ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন