ইসরায়েলি হামলায় নিহত সাবেক ফিলিস্তিনি মন্ত্রী

গাজা উপত্যকায় রবিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন সাবেক মন্ত্রী তাঁর বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা এবং হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা ওয়াফা এবং মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থীশিবিরে হামলায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ৬৮ বছর বয়সী সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসুফ সালামা নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত সালামা ২০০৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের মার্চ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদে ইমাম হিসেবেও কাজ করেছেন।

 

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ইউসুফ সালামাকে হত্যার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে নিরলস সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুযায়ী, ওই হামলায় প্রায় এক হাজার ১৪০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

অন্যদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের চলমান আক্রমণে ২১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন